রাজু দত্ত, মৌলভীবাজার জেলা প্রতিনিধি।।
“সদা প্রভূ নিশ্চয়ই এখানে আছেন” পবিত্র বাইবেলের এ বাক্যকে সাথে নিয়ে রবিবার (২ মার্চ) সকাল ১১ ঘটিকায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাম্মনবাজার পুরাতন মিশন মাঠ সংলগ্ন জায়গায় শ্রীমঙ্গল বড়লেখা প্রেসবিটারিয়ান মণ্ডলির নবনির্মিত গীর্জার নতুন ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শ্রীমঙ্গল বড়লেখা প্রেসবিটারির মডারেটর পালক রেভা. এবরিসন পতামের সভাপতিত্বে ও পরিচালনায় বিশেষ প্রার্থনা সভার মাধ্যামে জেষ্ঠ পালক রেভা. ডেভিড মরিসন সুরং নবনির্মিত গীর্জার ফলক উন্মোচন ও ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করে বিভিন্ন খাসিয়া পুঞ্জি থেকে আসা প্রেসবিটারিয়ান মণ্ডলির প্রধান ও সদস্যরা একে একে সবাই গীর্জার অভ্যন্তরে প্রবেশ করে। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন খাসি খ্রিষ্টিয়ান প্রেসবিটারি ট্রাস্টের সাধারণ সম্পাদক লুকাস রাংসাই। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালেঞ্জি পুঞ্জি প্রেসবিটারি মণ্ডলির অন্যতম সদস্য নাইট খেরিয়াম, পালক রেভা. এব্রিংটন পলং, সিলেট প্রেসবিটারিয়ান সিনডের যুগ্ন সম্পাদক ফিলা পতমী, শ্রীমঙ্গল বড়লেখা প্রেসবিটারির নির্বাহী পরিচালক রুশ পতাম এবং বিভিন্ন মণ্ডলি থেকে আগত মন্ডলি প্রধানগন। উল্লেখ্য যে নবনির্মিত গীর্জাটি নির্মানে প্রায় চল্লিশ লক্ষ টাকা ব্যায় হয়।