1. janapadernews24@gmail.com : janapadernews24@gmail.com janapadernews24@gmail.com : janapadernews24@gmail.com janapadernews24@gmail.com
  2. info@www.janapadernews.online : দৈনিক জনপদের নিউজ :
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতার নির্দেশে কালের কণ্ঠ সাংবাদিকের ওপর হামলা ভোলার চরফ্যাশনে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ৬ টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ। জুলাই সনদ অবিলম্বে পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে ভোলা জেলায় বাংলাদেশ খেলাফত মজলিসের মানববন্ধন কর্মসূচি পালিত।। যুগ্ন আহবায়ক তরিকুল ইসলাম কায়েদ কে ফুল দিয়ে বরণ করেন নেতাকর্মীরা। শিশু তামিম থ্যালাসেমিয়া রো‌গে আক্রান্ত চিকিৎসার দায়ীত্ব নি‌লেন ‌ভোলার পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা । ভোলায় আলোচিত মিম হ-ত্যা মামলার আসামি রাকিব গ্রেফতার। ভোলায় শারদীয় দুর্গাপূজা ঘিরে উপকূলীয় অঞ্চলে কোস্ট গার্ড দক্ষিণ জোন এর কড়া নিরাপত্তা । ভোলায় সবুজ বাংলা সোসাইটির সামাজিক যাত্রা ও ভাবনা। ভোলার লালমোহনে শারদীয় উৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ। রাজশাহীর মোহনপুর উপজেলার কাজী ভাতুড়িয়া গ্রামে ১জন মহিলা সহ ৬ জন মাদকসম্রাট,প্রকাশ্যে চলছে রমরমা মাদকের ব্যবসা

সংবাদ সংগ্রহে কাজে হামলার ৩ দিন হলেও পুলিশ প্রশাসন নিরব- প্রেসক্লাবের সামনে মানববন্ধন

তানজিল হোসেন
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, ভোলা:

ভোলায় দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হলেও গত ৩ দিনেও মামলার আসামিদের আটক করতে ব্যর্থ পুলিশ প্রশাসন। এ ঘটনার প্রতিবাদে এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারপূর্বক শাস্তির দাবিতে অদ্য ৬ মার্চ (বৃহস্পতিবার) সকাল ১১ ঘটিকার সময় ভোলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন শেষে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ভোলা জেলা প্রতিনিধি আল-আমিন শাহরিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সিনিয়র সাংবাদিক মোকাম্মেল হক মিলন, চ্যালেন ২৪ এর ভোলা জেলা প্রতিনিধি আদিল হোসেন তপু, দৈনিক আজকের ভোলা পত্রিকার সহযোগী সম্পাদক এম শাহরিয়ার ঝিলন, ভোরের আকাশ পত্রিকা ভোলা জেলা প্রতিনিধি বিপ্লব রায়, জাতীয় দৈনিক বিকাল বার্তা পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি তানজিল হোসেন, দেশ বুলেটিনের ভোলা জেলা প্রতিনিধি আজাদ, স্বাধীন ৭১ এর ভোলা প্রতিনিধি জুয়েল রানা, দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি ইউনুস শরীফ, দৈনিক রূপালী বাংলাদেশের জেলা প্রতিনিধি ও ভোলা মিডিয়া ক্লাবের সভাপতি শিমুল চৌধুরী’সহ বিভিন্ন প্রিন্ট ও টেলিভিশন মিডিয়ার সাংবাদিকবৃন্দ তারা সকলে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।

উল্লেখ্য, পারিবারিক সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের অভিযোগে ঘটনাস্থলে গিয়ে সংবাদ সংগ্রহের সময় সন্ত্রাসী হামলায় দৈনিক ভোলা টাইমস্ পত্রিকার সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ রাজিব, অনলাইন পোর্টাল ভোলা প্রকাশের বিজয় বাইন আহত হন।

তারা বর্তমানে ভোলা সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত ৪ মার্চ (মঙ্গলবার) সকাল ৯ ঘটিকায় ভোলা শহরের শীশ মহল গলি সংলগ্ন খালপাড় রোডে সাংবাদিকদের ওপর এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

আহত সাংবাদিক বিজয় বাইন বলেন, পারিবারিক সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের অভিযোগে সংবাদ সংগ্রহ করতে যাওয়ার পর শহরের আগারপোল এলাকার বাসিন্দা মো. কালীমুল্লাহ ও তার ভাই মো. হাবিবুল্লাহ খোকনের নেতৃত্বে তার ওপর সন্ত্রাসী হামলা করা হয়। খবর পেয়ে দৈনিক ভোলা টাইমস পত্রিকার সম্পাদক ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা তার উপরও হামলা করে বসে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে ভর্তি করান।

এই ঘটনায় সাংবাদিক বিজয় বাইন বাদী হয়ে কালিমুল্লাহকে প্রধান আসামি করে ভোলা সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এতে ৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এরা হলেন- হাবিবুল্লাহ খোকন, কামাল হোসেন ও শাকিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট