রাজু দত্ত,মৌলভীবাজার জেলা প্রতিনিধি।।
" অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন" এই প্রতিপাদ্য সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।
শনিবার (৮ মার্চ) ১১ টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনাসভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর এর সভাপতিত্বে ও উপজেলা তথ্য সেবা সহকারি আমিনা আক্তার মৌ এর সঞ্চালনায় আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তারা হোসেন আরা তালুকদার। আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন, সহকারী বন কর্মকর্তা প্রতীম বড়ুয়া, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, মো. মোনায়েম খানসহ আরো অনেকে।
বক্তরা বলেন, নারীরা বিভিন্ন ক্ষেত্রে আজ এগিয়ে আছেন। তাদের অধিকার এবং সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে নারী বিষয়ক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রশাসন, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও কিশোর- কিশোরী ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।