ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুর জেলার নগরকান্দায় সাংবাদিকতার স্বাধীনতায় আঘাতের আরও একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। সংবাদ সংগ্রহের কাজে গিয়ে দুষ্কৃতিকারীদের ষড়যন্ত্রের শিকার হয়েছেন স্থানীয় সংবাদকর্মী মমিনুল ইসলাম মুন্না।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সাংবাদিক মমিনুল ইসলাম মুন্না একটি মাদকের চক্র নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির উদ্দেশ্যে জগদিয়া বালিয়া এলাকায় যান। সেখানে কুখ্যাত মাদক ব্যবসায়ী শিপন ফকির ও তার সহযোগীরা তাকে জিম্মি করে।
অভিযোগ অনুযায়ী, মুন্নাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে শিপন ফকির তার নিজের মেয়ে দিয়ে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করেন। সাংবাদিক মুন্নাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসিয়ে দেওয়ার জন্য এই চক্রান্ত করা হয় বলে জানা গেছে।
এ বিষয়ে মুন্না জানান, "আমি সমাজের অসঙ্গতি তুলে ধরার জন্য কাজ করি। কিন্তু সত্য প্রকাশের পথে এমন বাধা অনাকাঙ্ক্ষিত। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানাচ্ছি।"
স্থানীয় সাংবাদিক সমাজ ও মানবাধিকার সংগঠনগুলো ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার ও দোষীদের শাস্তির দাবি তুলেছে। তারা বলছেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে মুক্ত সাংবাদিকতা চরম হুমকির মুখে পড়বে।
এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, "আমরা অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হবে।"
সাংবাদিক মুন্নার সাহসিকতা ও সত্যের পথে অবিচল থাকার দৃঢ়তা সমাজে আলো ফেলেছে।