সোহেল বাবু,পটুয়াখালী প্রতিনিধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে ৩টি গরুসহ গরু চোর চক্রের ১ সদস্যকে আটক করেছেন স্থানীয় জনতা। রবিবার (৯ মার্চ) রাতে উপজেলার বড়বাইসদিয়া ইউনিয়নের হালিমচর এলাকা থেকে তাকে আটক করেন স্থানিয়রা।
আটকৃত চোর চক্রের সদস্য হলেন হালিমচর গ্রামের সিডু রাড়ির ছেলে দুলাল রাড়ি।
স্থানীয় সূত্রে জানাযায়, পার্শ্ববর্তী গ্রাম মধ্য টুংগীবাড়ীয়ার মোঃ সাইফুল মালের গোয়ালঘর ঘর থেকে (৮ মার্চ) শনিবার রাত্রে ৩ টি গরু চুরি করে (৯ মার্চ) রবিবার ট্রলার যোগে কালাইয়ার উদ্দেশ্যে রাত্রে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদের পর চুরির প্রমান পেয়ে তাকে আটক করা হয়। পরে তাকে পুলিশে সোর্পদ করবেন বলে যানায় স্থানীয়রা।