ভোলা জেলা প্রতিনিধঃ
ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সৃষ্টিতলার হযরত আলী রাড়ি বাড়ির বজলু রাড়ি গংদের দ্বারা বাড়ি চুরির, নারী নির্যাতন, মার্ডার,গরুর চাউলিতে আগুন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ করেছেন কমপক্ষে ১০ টি পরিবার।
তথ্য সূএে যানা যায় যে, জায়গা জমি নিয়ে দীর্ঘদিন যাবত সিদ্দিকের ছোট ভাই আব্বাস এবং বজলু পরিবারের মধ্যে জগড়া বিবাদ চলছে। তার পরিপ্রেক্ষিতে সিদ্দিক গংদের বিরুদ্ধে বজলুর ছোট ভাই জুলহাসের পরিত্যাক্ত বসত ঘড়ের চুরির অভিযোগ এনেছে সিদ্দিক, আব্বাস, সাহিদা, ছালমা বেগম এর নামে হয়রানি ও মিথ্যা মামলা দিয়েছে প্রতিপক্ষ।
ভুক্তভোগী পরিবার এবং স্থানীয় প্রতিবেশিদের সাথে কথা বলে যানা যায় যে, বজলুর ছোট ভাই জুলহাস বিগত দুই বছর যাবৎ তাহার পরিবার নিয়ে চট্টগ্রাম শহরে বসবাস করছেন। জুলহাসের ঘড়ে কিছুই ছিলনা। শুধুমাএ মিথ্যা হয়রানি করার জন্য নির্দোষ সিদ্দিকের উপর বাড়ি চুড়ির অপবাদ এবং সাজানো বলে জানান স্থানীয়রা।
স্থানীয়রা আরো জনান, বজলু রাড়ি ও তার ছেলে মেয়ে ও স্ত্রীর অত্যাচারে সহোদর আপন ছোট ভাই জুলহাস রাড়ি বাড়ির মালামাল আসবাবপত্র স্থানীয় লোকজনের কাছে বিক্রি করে চলে যান। বর্তমানে পরিবার-পরিজন নিয়ে চট্টগ্রাম বসবাস করতে বাধ্য হন তারা।
মিথ্যা বানোয়াট ঘর চুরির অভিযোগর সঠিক তদন্ত করে জেলা প্রশাসক, পুলিশ সুপার মহোদয়ের কাছে ঘটনার তদন্ত ও বিচার দাবি করেন।