আনোয়ার হোসেন করিম , তজুমদ্দিন, ভোলা।
ভোলার তজুমদ্দিন উপজেলার চাচড়া থেকে ১ কেজি গাঁজা সহ মিলন নামের একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি উত্তর চাচড়া ১নং ওয়ার্ডের আঃ মুনাফ ওরফে সোনা মিয়ার ছেলে।
সোমবার রাত ২টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বসতঘর থেকে মিলনকে আটক করতে সক্ষম হয়।
তজুমদ্দিন থানা সুত্র জানায়, ওসির ভারপ্রাপ্ত দায়িত্বরত এসআই আলাউদ্দিন আল মামুনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে চাচড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সোনা মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করেন একদল পুলিশ। এসময় ওয়ারেন্টভুক্ত আসামি মিলন(৪৫)কে আটক করে তল্লাশি করলে তার বসতঘরে ১ কেজি গাঁজা পাওয়া যায়। থানা সুত্র জানায়, মিলন দীর্ঘদিন মাদকদ্রব্য ব্যবসায় জড়িত রয়েছে। ডিউটিরত অফিসার এসআই মহিউদ্দিন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসমি মিলনকে জেলহাজতে প্রেরণ করার প্রক্রিয়া চলমান রয়েছে।