পবিপ্রবি প্রতিনিধিঃ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) শাখা ছাত্রদলের উদ্যোগে এম. কেরামত আলী হলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১১ ই মার্চ) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এম. কেরামত আলী হলের ছাদে উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে কেরামত আলী হলের শতাধিক সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে পবিপ্রবির এম. কেরামত আলী হল শাখা ছাত্রদল নেতা আনাস বলেন, "দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও দেশের সার্বিক উন্নয়ন কামনায় সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে"।