দিলোয়ার হোসেন, ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগ জাতীয় পরিচয় পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন থেকে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের কুট পরিকল্পনার বিরদ্ধে বাংলাদেশ নির্বাচন কমিশনের অংশ হিসেবে এক মানববন্ধন ও অবস্থান কর্মসূচী, কর্মবিরতী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার ১৩ই মার্চ সকালে উপজেলার নির্বাচন কমিশন অফিসের সামনে সকাল ১১ টা থেকে দুপুর ০১ টা পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তাগণ এ কর্মবিরতী পালন করেন।
অবস্থান কর্মসূচি কর্মবিরতি পালনকালে উপজেলা নির্বাচন কমিশনের কর্মকর্তাগণ সাংবাদিক এবং উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, আপনারা জানেন ২০০৭-৮ সালে বাংলাদেশ নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সার্বিক সহযোগিতায় একটি নির্ভুল ও গ্রহণযোগ্য ছবি যুক্ত ভোটার তালিকা নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমে গড়ে ওঠে ৮ কোটি ১০ লক্ষ নাগরিকের ডেমোগ্রাফিক বায়োমেট্রিক তথ্য সম্মিলিত সুবিশাল ভোটার ডেটাভেইজ, যা পৃথিবীর ইতিহাসে এক অনন্য নজির।
এরপর থেকে ধারাবাহিকভাবে নির্বাচন কমিশনের অধীনে জাতীয় পরিচয় পত্র এনআইডির কাজ চলছে। আমরা মনে করি জাতীয় পরিচয় পত্র সেবা নির্বাচন কমিশনের অধীনে থাকাই, সংবিধানসম্মত, নিরাপদ ও কার্যকর ব্যবস্থা।
তখন উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা সেবা গ্রহিতারা অফিসের সামনে অবস্থান করলেও কর্মবিরতী চলাকালে কোন সেবা পাচ্ছিলেন না। এতে উপজেলার দূর দূরান্ত থেকে আসা সেবা অগ্রহীতারা ভোগান্তির শিকার হতে হয়েছে।
পরে দুপুরে ১ ঘটিকার পর কর্মবিরতি, অবস্থান কর্মসূচি শেষ হলে উপজেলা নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারী বৃন্দ আবার তারা ধারাবাহিক ভাবে সেবা দেয়া শুরু করেন।