দিলোয়ার হোসেন, ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নবগঠিত বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট আব্দুল কাহহার, সিলেট মহানগর কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাবলুর রহমান শাহিন, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাহাউদ্দিন (শাহি) এবং কালারুকা ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইব্রাহীম আলীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
আজ ১৪/০৩/২০২৫/ রোজ শুক্রবার রাত ১০ ঘটিকার সময়, কালারুকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের পক্ষ থেকে এই সংবর্ধনা প্রদান করা হয়। নেতৃবৃন্দকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করতে তাদের প্রতি আশা ব্যক্ত করা হয়।
এ সময় উপস্থিত নেতারা নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, “বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে নবনির্বাচিত নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। দলের প্রয়োজনে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।”
সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড ও ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা, যারা নবগঠিত কমিটির প্রতি তাদের সমর্থন ও শুভকামনা জানান।