1. janapadernews24@gmail.com : janapadernews24@gmail.com janapadernews24@gmail.com : janapadernews24@gmail.com janapadernews24@gmail.com
  2. info@www.janapadernews.online : দৈনিক জনপদের নিউজ :
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৫:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতার নির্দেশে কালের কণ্ঠ সাংবাদিকের ওপর হামলা ভোলার চরফ্যাশনে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ৬ টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ। জুলাই সনদ অবিলম্বে পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে ভোলা জেলায় বাংলাদেশ খেলাফত মজলিসের মানববন্ধন কর্মসূচি পালিত।। যুগ্ন আহবায়ক তরিকুল ইসলাম কায়েদ কে ফুল দিয়ে বরণ করেন নেতাকর্মীরা। শিশু তামিম থ্যালাসেমিয়া রো‌গে আক্রান্ত চিকিৎসার দায়ীত্ব নি‌লেন ‌ভোলার পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা । ভোলায় আলোচিত মিম হ-ত্যা মামলার আসামি রাকিব গ্রেফতার। ভোলায় শারদীয় দুর্গাপূজা ঘিরে উপকূলীয় অঞ্চলে কোস্ট গার্ড দক্ষিণ জোন এর কড়া নিরাপত্তা । ভোলায় সবুজ বাংলা সোসাইটির সামাজিক যাত্রা ও ভাবনা। ভোলার লালমোহনে শারদীয় উৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ। রাজশাহীর মোহনপুর উপজেলার কাজী ভাতুড়িয়া গ্রামে ১জন মহিলা সহ ৬ জন মাদকসম্রাট,প্রকাশ্যে চলছে রমরমা মাদকের ব্যবসা

মনপুরার মানুষের ভাগ্যে রমজান মাসেও জোটেনি বিদ্যুৎ এর আলো।

মোহাম্মদ মেহেদী হাসান
  • প্রকাশিত: রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

মোহাম্মদ মেহেদী হাসান,মনপুরা (উপজেলা) প্রতিনিধি

ভোলার মনপুরায় হাজীরহাট ইউনিয়ন এ এই রমজান মাসে লক্ষাধিক মানুষ বিদ্যুতের আলো থেকে বঞ্চিত। শেখ হাসিনা সরকার দেশকে শতভাগ বিদ্যুতের আওতাভুক্ত ঘোষণা দিলেও শেখ হাসিনা সরকারের নেতা কর্মীদের দূর্নীতির কারনে বিদ্যুৎ পায়নি মনপুরাবাসী।

এলাকা বাসি জানায় ৬ ঘণ্টা বিদ্যুত দেওয়ার কথা থাকলেও শুধু উপজেলার প্রধান শহর ও উপজেলার আশপাশের এলাকায় রমজানের আগের রাতেও ৩ ঘন্টা বিদুৎ দিয়েছিলো। কিন্তু প্রথম রমজান থেকে এক দুইদিন পর পর ৩০ থেকে ৪০ মিনিট করে বিদ্যুৎ দেয় আমাদের কে। বিদ্যুতের এই ভেলকিবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ীসহ জনসাধারণ।

২৪ ঘণ্টা জাতীয় গ্রিডের বিদ্যুতের দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে আসছেন মনপুরার সর্বস্তরের মানুষ। জনসাধারণের একমাত্র প্রানের দাবি ছিলো জাতীয় গ্রিডের বিদ্যুৎ। কিন্তু প্রাণের দাবি পূরণ হয়নি এখনো।

এই রমজান মাসে দেশের সকল জেলার মানুষ নিরবিচ্ছিন্ন বিদুৎ পেলেও ১ ঘন্টা বিদুৎ ভাগ্যে জোটেনি ভোলার বিচ্ছিন্ন দ্বীপের মনপুরা উপজেলার মানুষের যেখানকার সাধারণ জনগণ এই রমজান মাসেই এখনও ২৪ ঘণ্টার মধ্যে এক দুইদিন পর পর ৩০ থেকে ৪০ মিনিট বিদ্যুত রুটিন মাফিক পায়। শেখ হাসিনা সরকারের ন্যায্যমূল্যে ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে দেওয়ার কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি ভোলার বিছিন্ন দ্বীপ মনপুরায় ।

খোঁজ নিয়ে স্থানীয় গ্রাহকরা জানায়, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড উপজেলা সদর ও আশপাশের এলাকায় দীর্ঘদিন রাতের বেলায় দৈনিক ৩ ঘণ্টা বিদ্যুত দিয়ে আসলেও প্রথম রমজান থেকে বিদুৎ পায়নি গ্রাহকেরা ।

বিদ্যুৎ গ্রাহক শামিম , মো. আমজাদ হোসেন অভিযোগ করে বলেন, ‘আমরা বিদ্যুৎ পাই না । অথচ প্রতিমাসে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়। কবে বিদ্যুৎ পাবো তাও জানি না।’
বিদ্যুত না থাকার কারণে ব্যবসা-বাণিজ্যসহ সব ক্ষেত্রে বিরুপ প্রভাব পড়েছে। আমাদের দোকানের ফ্রিজ, টিভিসহ লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে। বেশির ভাগ ফ্রিজ নষ্ট হয়ে গেছে।

মনপুরা বিদুৎ বিভাগের ইঞ্জিনিয়ার জিম ফরিদুল ইসলাম জানান ১ হাজার কেভিএ (১ মেগাওয়াট) উৎপাদন ক্ষমতা সম্পন্ন মেশিনটি দুই বছর আগে ভাষ্ট হয়ে সম্পূর্ণ বিকল (নষ্ট) হয়ে যায়। যার ফলে গ্রাহকের বিদ্যুতের চাহিদা পূরণ করতে পারছিনা আমরা। বিকল্প হিসেবে ৬৫০ কেভিএ, ৫০০ কেভিএ ও ৫০০ কেভিএ তিনটি পুরাতন মেশিন চালু করে বিদ্যুৎ সরবরাহ করলেও তা গ্রাহকের চাহিদা মোটেও পূরণ করতে পারিনি তিনটি পুরাতন মেশিনের মধ্যে ১ মার্চ ৫০০ কেভিএ দুটি মেশিন আবার নষ্ট হয়ে যায় অতিরিক্ত লোডের কারনে। ৬৫০ কেভিএ একটি মেশিন চালু করে কোনোমতে উপজেলার প্রধান বাজার হাজিরহাট বাজারে বিদুৎ দিয়ে আসতেছি তবে ইঞ্জিন মেরামতের কাজ চলমান।
তিনি আরো জানান, ‘আমাদের চারটি মেশিনের মধ্যে তিনটি মেশিন নষ্ট হয়ে গেছে। একটি মেশিন দিয়ে আমরা পার্টটাইম এলাকাভিত্তিক বিদ্যুত দিয়ে যাচ্ছি। আমরা মেশিন মেরামতের কাজ করছি। মেশিন ঠিক হলে আমরা আবার আগের মতো বিদ্যুৎ দিতে পারবো। গ্রাহকদের একটু ধৈর্য ধরতে হবে। আমাদের আন্তরীকতার কোনো ঘাটতি নেই। এ বিষয়ে আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি জানেন।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট