ইমরান হোসেন হৃদয়,শার্শা, যশোর, প্রতিনিধি
যশোরের শার্শায় ২৯৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে যশোর র্যাব-৬ এর সদস্যরা।
রবিবার (১৬ মার্চ) রাত ১টা ২৫ মিটিটের সময় শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের শ্রীকোনা গ্রাম থেকে তাদের দুইজনকে গ্রেফতার করা হয়।
যশোর র্যাব-৬ এর কোম্পানী অধিনায়ক মো. রাসেল বরিবার দুপুরে একটি প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন, শার্শা উপজেলার শ্রীকোনা গ্রামের জিন্নাত আলীর ছেলে একরামুল (২৪) ও শীবচন্দ্রপুর গ্রামের ফকির চান বিশ্বাসের ছেলে রঞ্জন বিশ্বাস (৩৯)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কতিপয় ব্যক্তি শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড শ্রীকোনা গ্রামের হাই বাবুর বসতবাড়িতে মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের জন্য মজুদ করেছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে একটি রান্নাঘর থেকে ২৯৬ বোতল ফেন্সিডিলসহ একরামুল ও রঞ্জন বিশ্বাসকে হাতেনাতে গ্রেফতার করেন।
জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৮,৮৮,০০০ / আট লক্ষ আটাশি হাজার টাকা। পরবর্তীতে জব্দকৃত মাদক ও দুই মাদক কারবারিকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।