রাজু দত্ত,মৌলভীবাজার জেলা প্রতিনিধি।।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী শিক্ষা শিবির ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০মার্চ ২০২৫) জেলা পরিষদ অডিটোরিয়াম কমলগঞ্জ উপজেলা চৌমুহনীতে কর্মী শিক্ষা শিবির ও ইফতার মাহফিল সম্পন্ন হয়।
কমলগঞ্জ জামায়াতে ইসলামীর সভাপতি অধ্যক্ষ মোঃ মাসুক মিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি এড. কামরুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এড. এহসানুল মাহবুব জুবায়ের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ
জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখার সহকারী সেক্রেটারী মৌলভীবাজার ৪ সংসদীয় আসন (কমলগঞ্জ শ্রীমঙ্গল) উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী এড. মোহাম্মদ আব্দুর রব।
মৌলভীবাজার জেলা জামায়াত ইসলামীর নায়বে আমির, মাওলানা আব্দুর রহমান,কমলগঞ্জ উপজেলা জামায়াতের নায়বে আমির সৈয়দ আমিরুল ইসলাম কয়ছর, কমলগঞ্জ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সোলাইমান আহমেদ প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা
উলামা পরিষদের সভাপতি মাওলানা মোঃ বাহার আলী, কমলগঞ্জ উপজেল শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাওলানা আব্দুস সালাম, সহ সাধারণ সম্পাদক,মনসুর আহমেদ। জামায়াত ইসলামী শ্রীমঙ্গল উপজেলা শাখা সহ সাধারণ সম্পাদক তারেখ মাহফুজ,
কমলগঞ্জ পৌর শাখার সভাপতি মোঃ আব্দুল হাই,
কমলগঞ্জ সদর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ এবাদুর রহমান,ইসলামপুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ শফিকুর রহমান,আলীনগর ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল করিম, কমলগঞ্জ উপজেলা শাখা সদস্য মাসুদ আহমেদ সূরা, কমলগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক মোঃ সাইফুর রহমান, কমলগঞ্জ পৌর শাখার
সহ সভাপতি মাওলানা সুয়েব আহমেদ, কমলগঞ্জ ইসলামী ছাত্র শিবির, সভাপতি তানভীর রায়হান ওয়াসিম প্রমুখ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পৌর ও ইউনিয়ন শাখার নেতা কর্মী।