রাজু দত্ত, মৌলভীবাজার জেলা প্রতিনিধি।।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জের সদর ইউনিয়নের অসহায় গরিব ও দুস্থদের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদে অসহায় গরিব ও দুস্থদের হাতে ভিজিএফ-এর চাল বিতরণ করা হয় ।
কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সদর ইউনিয়নের দরিদ্র জনগোষ্ঠীর জন্য ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে ৭.৯২০ মেট্রিকটন চাল বরাদ্দ দেয়। ৯টি ওয়ার্ডের মোট ৭৯২ জন হতদরিদ্র পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রকৌশলীর এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী (চঃদাঃ)ইউনিয়ন পরিষদের (ট্যাগ অফিসার) মোঃ আব্দুর রাকিব, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ সোলেমান হাসান,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি, ও বাংলাদেশ জামায়তে ইসলামি,ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
ইউনিয়ন পর্যায়ে নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।