ভোলা সদর থানা শাখার সভাপতি মুহাম্মাদ হোসাইন আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাকিবুল ইসলাম বাপ্পী এর সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সূরা সদস্য মুহাম্মাদ আবু জাফর, ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মুহাম্মাদ মাহমুদুল হাসান, সহ-সভাপতি মুহাম্মদ হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হাবিবুল্লাহ বাহারী, দাওয়া সম্পাদক হোসাইন আহমাদ শাহীন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মদ এমদাদুল্লাহ সালেহী সহ রাখেন প্রমুখ।
বিক্ষোভ মিছিলে বক্তার বক্তব্যে বলেন, ইউরোপে, আমেরিকায় ও ইজরাইলে কি কোন বিবেকবান মানুষ নাই? মুসলিম রাষ্ট্র প্রধানগণ কি সব অন্ধ ও বধির? নিস্পাপ শিশুদের এমন নির্মম মৃত্যু ও গণহত্যার পরেও কি ইজরাইলকে থামানোর মতো কেউ নাই বিশ্বে? তাহলে এই সভ্যতা, এতো এতো সংস্থার কি দরকার? যুদ্ধ বিরতি লঙ্ঘণ করে ইজরাইল একতরফা মুসলমানের রক্তের নেশায় মেতে উঠেছে। ইজরাইলের এই বর্বরতা সম্মিলিকভাবে রুখে দিতে হবে।
বক্তব্য আরো বলেন, ইজরাইলী বর্বরতা বন্ধে বাংলাদেশ সরকারকে কার্যকরী উদ্যোগ নিতে হবে। জাতিসংঘসহ বাংলাদেশ যেসব আন্তর্জাতিক সংস্থার সদস্য, সবগুলোতে এই গণহত্যা বন্ধে জরুরী মিটিং আহবান করে প্রস্তাব পেশ করতে হবে। আমাদের যতটুকু সামর্থ আছে, সেটা নিয়েই জরুরী পদক্ষেপ নিতে হবে। অন্যথায় ইতিহাস আমাদের ক্ষমা করবে না।
খলিফা পট্রি মসজিদ চত্বর থেকে একটি বিরাট মিছিল বাংলা স্কুল মোর দিয়ে পৌর ভবন সামনে দিয়ে ভোলা নতুন বাজার এসে ইসলাম ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর নেতৃবৃন্দ বক্তব্য শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে মিছিলের সমাপ্তি ঘোষণা করা হয়।