ফরিদপুর প্রতিনিধ
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,সাবেক মন্ত্রী ও বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত নেতা কে.এম. ওবায়দুর রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৯ মার্চ,লস্করদিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগরকান্দা উপজেলা বিএনপির সভাপতি ও লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নগরকান্দা-সালথার মা-মাটি-মানুষের নেত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু।
তিনি তাঁর বক্তব্যে বলেন,
"কে.এম.ওবায়দুর রহমান ছিলেন গণতন্ত্রের আপোষহীন সৈনিক। দেশ, মাটি ও মানুষের কল্যাণে তাঁর ত্যাগ অনন্য। বর্তমান সময়েও তাঁর আদর্শ আমাদের পথচলার অনুপ্রেরণা।
স্মরণসভায় বক্তারা প্রয়াত কে.এম. ওবায়দুর রহমানের রাজনৈতিক জীবন ও দেশের জন্য তাঁর অবদানের কথা তুলে ধরেন। শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন স্মরণসভা, দোয়া ও ইফতার মাহফিলের সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার। তিনি বলেন,
"কে.এম. ওবায়দুর রহমান ছিলেন আমাদের প্রেরণার উৎস। তাঁর দেখানো পথ অনুসরণ করেই আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম চালিয়ে যাবো।"
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।