রাজশাহী জেলা প্রতিনিধি// রাজশাহীতে বৃহস্পতিবার রাত থেকেই বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি। সঙ্গে হিমেল হাওয়া। এতে তাপমাত্রা কমে ফের শীতের আবহ তৈরী হয়েছে। হঠাৎ কয়েকদিনের গরম শেষে রাজশাহীতে গতকাল বৃহস্পতিবার রাত থেকে আবারও শীতের আমেজ তৈরী হয়েছে। বৃহস্পতিবার থেকে দিনের বেশিরভাগ সময়ে সূর্যের দেখা মিলছে না। শুক্রবার (২১ মার্চ) দুপুর ২টার আগের ২৪ ঘণ্টায় রাজশাহীতে ৫ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে রাজশাহীতে বৃহস্পতিবার সকাল থেকেই সূর্যের দেখা নেই। আকাশ মেঘাচ্ছন্ন। বৃহস্পতিবার দুপুরের পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। সেই সঙ্গে বইছে ঠান্ডা বাতাস। এতে দিনের সর্বোচ্চ তাপমাত্রাও আগের দিনের তুলনায় ১০ ডিগ্রি সেলসিয়াসের বেশি নেমে যায়। আবহাওয়া পর্যবেক্ষকেরা বলছেন, কালবৈশাখী মেঘ রাজশাহী অঞ্চল দিয়ে প্রবেশ করছে। এ কারণে আবহাওয়া হঠাৎ বদলে গেছে।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রাজশাহীতে গত বুধবারও দেশের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। সে হিসাবে এটি মৃদু তাপপ্রবাহের ইঙ্গিত দিচ্ছিল। ২৪ ঘণ্টার ব্যবধানেই বৃহস্পতিবার বেলা তিনটার দিকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। বেলা দুইটার পর রাজশাহীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এর আগে ১৭ মার্চ রাজশাহীতে বৃষ্টি হয়েছিল। তবে সেই বৃষ্টি রেকর্ড করা যায়নি। সেদিন বৃষ্টির সময়ও তাপমাত্রা কমে গিয়েছিল। তবে পরে রোদ উঠে তাপমাত্রা বেড়ে যায়। কিন্তু দুদিনে তাপমাত্রা কমে যায়। বৃষ্টি হয় ৫ দশমিক ৪ মিলিমিটার।
আবহাওয়া অধিদফতরের সবশেষ তথ্যানুযায়ী, শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া, দেশের অন্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এদিকে, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে– রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের দু-এক জায়গায় বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া, দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এসময় দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে।
শনিবারের পূর্বাভাসে বলা হয়েছে– রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া, বর্ধিত পাঁচ দিনের শেষের দিকে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ রহিদুল ইসলাম বলেন, এখন কালবৈশাখী মৌসুম। এই সময়ে রাজশাহী অঞ্চল দিয়ে কালবৈশাখী মেঘ ভারতের অংশ থেকে প্রবেশ করছে। এ কারণে বৃষ্টি হচ্ছে। আকাশে অনেক মেঘও আছে।