ছাতক প্রতিনিধিঃ ছাতক, ২৪ মার্চ ২০২৫: ছাতক উপজেলা আনসার ও ভিডিপি কর্তৃক আয়োজিত এক মহতি ইফতার মাহফিল আজ (সোমবার) অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জনাব আব্দুল কাদির এবং উপজেলা প্রশিক্ষক জনাব মিতুন কুমার দে।
ইফতার মাহফিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আনসার কমান্ডার, ইউনিয়ন ও ওয়ার্ড দলনেতা-দলনেত্রীগণ উপস্থিত ছিলেন। তারা একসঙ্গে ইফতার করেন এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সংহতি আরও সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “আনসার ও ভিডিপি সদস্যরা দেশের সার্বিক নিরাপত্তা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের সামাজিক ও ধর্মীয় আয়োজন আমাদের মাঝে সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন আরও দৃঢ় করে।
ইফতার এর আগ মুহূর্তে ইউনিয়নের সহকারী কমান্ডার ক্বারী শাহজান আহমদ এর দোয়ার ম্যাধমে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।