কুমিল্লা প্রতিনিধি : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে কর্মরত আনসার সদস্যদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। বুধবার (২৬শে মার্চ) ইফতারের পূর্ব মুহূর্তে আনসারদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভর নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সাফায়েত হোসেন সজল, রিয়াজ উদ্দিন অন্তর এবং আহ্বায়ক সদস্য মোতাসিম বিল্লাহ রিফাত, নাজমুল, সাইফুল মালেক আকাশ, আবদুল্লাহ মোহাম্মদ মাসউদ, মোফাজ্জলসহ অন্যান্য নেতাকর্মীরা।
ইফতার বিতরণ প্রসঙ্গে সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, “১৯৭১ সালের এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যার ফলস্বরূপ বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। আমাদের বিশ্ববিদ্যালয় গতকাল ২৫ মার্চ বন্ধ হয়ে যাওয়ায় ক্যাম্পাস নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরা ঈদে বাড়ি ফিরতে পারবেন না। তাই তাদের প্রতি সম্মান জানিয়ে আমাদের এই ক্ষুদ্র উপহার।”
এছাড়া মোস্তাফিজুর রহমান শুভ বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক উল্লেখ করে তার জন্য দোয়া চান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সকলের দোয়া প্রার্থনা করেন।