রাজশাহী জেলা প্রতিনিধি,, রাজশাহীতে শিশু ধর্ষণ মামলায় এক কিশোরকে হেফাজতে নেওয়া হয়েছে। ১৭ বছর বয়সী ওই কিশোরের বাড়ি জেলার বাঘা উপজেলার চক ছাতরী গ্রামে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী নগরের কোর্ট এলাকা থেকে র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল তাকে হেফাজতে নেওয়া হয়।
দুপুরে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ১৯ মার্চ দুপুরে ওই কিশোর এক শিশুকে ১০০ টাকার প্রলোভন দেখিয়ে তার বেড়ার ঘরে নিয়ে যায়। এরপর শিশুটিকে ধর্ষণ করে। এ ঘটনায় ওই শিশুর পিতা বাঘা থানায় ওই কিশোরকে আসামি করে মামলা করেন। পুলিশের পাশাপাশি র্যাব আলোচিত এ মামলাটির ছায়া তদন্ত করছিল।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আইনের সঙ্গে সংঘাতে জড়িত ওই কিশোরকে হেফাজতে নিয়ে বাঘা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ তাকে আদালতে তুলবে।