রাজশাহী জেলা প্রতিনিধি,, ঈদকে সামনে রেখে কেশুরহাট বাজারে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতা-বিক্রেতারা। বিশেষ করে জুতা-স্যান্ডেল কেনার ধুম লেগেছে রাজশাহী জেলা মোহনপুর থানা কেশুরহাটে বিভিন্ন দোকানে। রঙ-বেরঙের বাহারি ডিজাইনের জুতা-স্যান্ডেল পছন্দ করতে ক্রেতাদের ভিড় জমেছে দোকানগুলোতে।
ক্রেতারা অভিযোগ করছেন, ব্যবসায়ীরা শিশুদের জুতা-স্যান্ডেলের দামও বড়দের সমান হাঁকছেন। এতে মধ্যবিত্ত ক্রেতাদের কিছুটা বিড়ম্বনায় পড়তে হচ্ছে। তবে বিক্রেতারা বলছেন, উৎপাদন ও আমদানি খরচ বেড়ে যাওয়ায় তাদেরও বেশি দামে কিনতে হচ্ছে, তাই সীমিত লাভ রেখে বিক্রি করতে হচ্ছে।
ব্র্যান্ড এবং নন-ব্র্যান্ড সব ধরনের দোকানেই এখন কেনাকাটার ব্যস্ততা। ক্রেতাদের আকৃষ্ট করতে অনেক দোকান অফার দিচ্ছে, যা ঈদের বাজারকে আরও জমজমাট করে তুলেছে।
বিক্রেতাদের মতে, এবার গ্রীষ্মকাল থাকায় কেডসের তুলনায় স্যান্ডেলের চাহিদা বেড়েছে। ক্রেতারা হালকা-স্বস্তিদায়ক স্যান্ডেলই বেশি পছন্দ করছেন।সব মিলিয়ে, ঈদকে কেন্দ্র করে কেশুরহাটে জুতা-স্যান্ডেলের দোকানে চলছে জমজমাট কেনাবেচা, যা শেষ মুহূর্তে আরও গতি পেয়েছে।