1. janapadernews24@gmail.com : janapadernews24@gmail.com janapadernews24@gmail.com : janapadernews24@gmail.com janapadernews24@gmail.com
  2. info@www.janapadernews.online : দৈনিক জনপদের নিউজ :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় শ্রমিকদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি রাজশাহীতে সড়ক জুড়ে বিক্ষোভ ও অগ্নিসংযোগ পুকুর খনন করে সরকারি রাস্তা দখলের অভিযোগ উঠেছে চাঁদপুর ইউনিয়নের বাসিন্দা ফারুক কেশিয়ারের বিরুদ্ধে। পবিপ্রবি’তে ছাত্ররাজনীতি বহালের দাবিতে  স্মারক লিপি প্রদান মুরাদনগরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু ঝালকাঠিতে যুবকের মরদেহ উদ্ধার খুলনা কপিলমুনি মাদ্রাসার অধ্যক্ষ সাত্তারের দুর্নীতি স্বীকার,কঠোর কর্মসূচি ঘোষণা ভোলায় মেডিকেল কলেজ স্থাপন,ভোলা-বরিশাল সেতু ও ভোলার গ্যাস ভোলায় চাই ৫ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ভোলা বাসীর মানববন্ধ চুরির অভিযোগে কুবি শিক্ষার্থীকে পুলিশে হস্তান্তর ঝালকাঠিতে গাছের সাথে ধাক্কায় জেলা পরিষদের প্রকৌশলী সাইদ নিহত

স্বৈরাচার মুক্ত বাংলাদেশে ঈদ উদযাপন: এক নতুন সূচনা

হাসনাইন ইমরান
  • প্রকাশিত: শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিবেদক :   বাংলাদেশের জনগণ দীর্ঘ প্রতীক্ষার পর এক অন্যরকম ঈদ উদযাপন করছে। দেশের জনগণের জন্য এটি এক অনন্য আনন্দের মুহূর্ত। এক নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদ উদযাপনের পরিবেশ সৃষ্টি হওয়ায় সর্বপ্রথম মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করা হয়। একইসাথে “জুলাই-আগস্ট আন্দোলন”-এর সকল শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।

২০০৮ সালের বিতর্কিত নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিরোধী দলের ওপর নির্যাতন, গুম, খুন, মামলা-হামলার যে চিত্র দেশবাসী প্রত্যক্ষ করেছে, তা ইতিহাসের এক নির্মম অধ্যায়। স্বৈরাচারী সরকারের দমন-পীড়নের শিকার হয়েছে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক সংগঠন। ২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ড, ২০১৩ সালে শাপলা চত্বরে আলেম-ওলামাদের ওপর হামলা, এবং সর্বশেষ ২০২৪ সালের “ছাত্র-জনতার আন্দোলন”—এসব ঘটনায় হাজারো মানুষের প্রাণহানি ঘটে। বিরোধী দলের নেতাকর্মীদের ঈদ কেটেছে শঙ্কা, আতঙ্ক ও নির্যাতনের মধ্যে।

গত ১৬ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা কারাগারে, আত্মগোপনে কিংবা বিদেশে নির্বাসিত থেকে ঈদ পালন করেছে। গুম হওয়া পরিবারের সদস্যরা এখনো অপেক্ষায় রয়েছে তাদের আপনজনদের ফেরার জন্য। আওয়ামী সরকারের শাসনামলের এসব দুঃসহ স্মৃতি বাংলাদেশের জনগণের কাছে এক চরম দুঃখের অধ্যায় হিসেবে রয়ে গেছে।

অবশেষে, জনগণের দীর্ঘ সংগ্রামের ফসল হিসেবে “জুলাই-আগস্ট বিপ্লব” এর মাধ্যমে দেশ স্বৈরাচারী শাসনের কবল থেকে মুক্তি পেয়েছে। এই আন্দোলনের সফলতার পেছনে ছিলেন বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। তাঁর সন্তান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দেশের স্বার্থে রাজপথে সংগ্রাম চালিয়ে গেছেন এবং বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন।

এই বছর ঈদ উদযাপনের অন্যতম আনন্দের বিষয় হলো, দীর্ঘ ১৬ বছর পর জিয়া পরিবার একত্রিত হয়ে ঈদ উদযাপন করছে। দেশের মানুষও নিজেদের আপনজনদের সাথে শান্তিতে ও নিরাপদে ঈদ পালন করছে। বিশেষ করে তরুণ সমাজের জন্য এই ঈদ বিশেষ অর্থবহ, কারণ তারা প্রথমবারের মতো ভয় ও শঙ্কামুক্ত একটি উৎসব পালন করছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ এক বিবৃতিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানান। তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন যে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল বৈষম্যহীন ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়তে সকল সক্রিয় ছাত্র সংগঠনের সাথে কাজ করে যাবে।

বাংলাদেশের জনগণের জন্য এই ঈদ শুধুমাত্র উৎসব নয়, এটি একটি নতুন স্বপ্ন ও সম্ভাবনার সূচনা। দেশ আজ একটি নতুন পথের দিকে এগিয়ে চলেছে, যেখানে সকল নাগরিকের জন্য শান্তি, ন্যায়বিচার ও গণতন্ত্র নিশ্চিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট