দৈনিক জনপদের নিউজ
তিনি বলেন, মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক আনন্দ বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর।
দেশের বিদ্যমান ক্লান্তি লগ্নে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের মধ্যে ভাগ করে নিতে হবে। তাই ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক হিংসা বিদ্বেষ ও হানানি থেকে মুক্ত হয়ে এক ঐক্যবদ্ধ ও ভালোবাসা পূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।
শ্রমিক নেতা জনাব মোঃ মোসলেহউদ্দিন আরো বলেন, ধনী গরিব নির্বিশেষে সবাই যাতে ঈদের আনন্দ সমান ভাবে উপভোগ করতে পারে, সেজন্য সকলকে আন্তরিক হতে হবে।
সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ঈদুল ফিতরের মহিমায় উজ্জীবিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভার প্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিকনির্দেশনায় দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
পরিশেষে বিএনপির চেয়ারপারচন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির ও দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সুস্থতা কামনায় সকলের নিকট দোয়া চান।