ঝালকাঠি প্রতিনিধি,,, ঝালকাঠির রাজাপুরে ঈদের জামাতের আগ মুহূর্তে প্রেমে ব্যর্থ হয়ে ওসমান খলিফা (২২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
সোমবার (৩১ মার্চ) সকাল আনুমানিক ৮ টার দিকে উপজেলার কানুদাসকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওসমান খলিফা রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠি গ্রামের বিল্লাল হোসেন খলিফার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিজ ঘড়ে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। প্রাথমিকভাবে জানা যায়, কোনো এক মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো ব্যবস্থা করা হয়েছে ও এ বিষয়ে একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।