1. janapadernews24@gmail.com : janapadernews24@gmail.com janapadernews24@gmail.com : janapadernews24@gmail.com janapadernews24@gmail.com
  2. info@www.janapadernews.online : দৈনিক জনপদের নিউজ :
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৫:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতার নির্দেশে কালের কণ্ঠ সাংবাদিকের ওপর হামলা ভোলার চরফ্যাশনে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ৬ টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ। জুলাই সনদ অবিলম্বে পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে ভোলা জেলায় বাংলাদেশ খেলাফত মজলিসের মানববন্ধন কর্মসূচি পালিত।। যুগ্ন আহবায়ক তরিকুল ইসলাম কায়েদ কে ফুল দিয়ে বরণ করেন নেতাকর্মীরা। শিশু তামিম থ্যালাসেমিয়া রো‌গে আক্রান্ত চিকিৎসার দায়ীত্ব নি‌লেন ‌ভোলার পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা । ভোলায় আলোচিত মিম হ-ত্যা মামলার আসামি রাকিব গ্রেফতার। ভোলায় শারদীয় দুর্গাপূজা ঘিরে উপকূলীয় অঞ্চলে কোস্ট গার্ড দক্ষিণ জোন এর কড়া নিরাপত্তা । ভোলায় সবুজ বাংলা সোসাইটির সামাজিক যাত্রা ও ভাবনা। ভোলার লালমোহনে শারদীয় উৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ। রাজশাহীর মোহনপুর উপজেলার কাজী ভাতুড়িয়া গ্রামে ১জন মহিলা সহ ৬ জন মাদকসম্রাট,প্রকাশ্যে চলছে রমরমা মাদকের ব্যবসা

সাঁকো যেন গলার কাঁটায় পরিণত হয়েছে ১২০০ পরিবারের।

মোহাম্মদ মেহেদী হাসান
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

 

মনপুরা (উপজেলা) প্রতিনিধি।।  ভোলা জেলা মনপুরা উপজেলার চর ফৈয়জুদ্দিন ৭ নং ওয়ার্ড এর হত দরিদ্র পরিবারের যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে গাছের সাঁকো। এই মনপুরা উপজেলার একটি গ্রামের প্রায় ২ হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে র্দীঘদিন ধরে এ গাছের সাঁকো দিয়ে পারাপার হচ্ছে।

এলাকাবাসী জানান, ব্রিজ না থাকায় চর ফৈজউদ্দিন গ্রামের বাসিন্দারা ও দুই পাড়ে অবস্থিত স্কুল-কলেজের শিক্ষার্থীদের যাতায়াতসহ সাধারণ মানুষের চলাচলের ও মালামাল আনা-নেওয়ায়া, ডেলিভারি রোগীদেরকে, ছোট ছোট শিশুদেরকে ও চরম দুর্ভোগ পোহাতে হয়। রাস্তাঘাট অনুন্নত এবং। উপজেলার এক পাসে হওয়ায় জনসাধারণকে আবহাওয়া অফিস এর পাস দিয়ে বাধেরহাট এর সড়ক দিয়ে পায়ে হেঁটে অথবা অটোরিক্সায় প্রায় ৪ কিলোমিটার ঘুরে উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ করতে হয়।

এ ছাড়া তাদের উৎপাদিত কৃষিপণ্য বাজার জাতকরণে চরম দুর্ভোগে পড়তে হয়। সাঁকো পারাপারে প্রতিনিয়ত ঘটে চলেছে ছোট খাট দুর্ঘটনা।

চর ওহাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আ: শহিদ বলেন মাঝে মধ্যে সাঁকো ক্ষতিগ্রস্থ হলে শিক্ষার্থীদেরকে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়,বর্ষার সময় আমাদের শিক্ষার্থীরা স্কুলে আসতে পারেনা,

বহুমুখী ইসলামি নুরানি মাদ্রাসার মোহতামিম মাওলানা নেছার উদ্দিন বলেন, সাঁকো থেকে পড়ে গিয়ে আমাদের অনেক শিক্ষার্থীর হাত পা ও ভেঙ্গেছে
ব্রিজ হলে শিক্ষার্থীরা নিরাপদে মাদ্রাসায় আসতে পারবে ।

চর ফৈজউদ্দিন গ্রামের কৃষক বাবুল সর্দার বলেন, চরফৈজউদ্দিন গ্রামের ৭ নং ওয়ার্ড এর বাদেরহাট এর পশ্চিমের ওয়াবদা’র বেরির সাথে ওয়াবদার খালের উপর ব্রিজ না থাকায় কৃষকেরা কৃষিপণ্য মাথায় করে ঝুঁকি নিয়ে গাছের সাঁকো পার হয়। তাদের মনপুরা উপজেলার বাদেরহাট বাজার ও হাজীরহাট বাজারে ব্যবসার উদ্দেশ্যে যোগাযোগে চরম বিপাকে পড়তে হয়।

স্থানীয় বাসিন্দা ফারুক বলেন,আমাদের এই এলাকায় প্রায় ১২০০ পরিবার বসবাস করে। আমাদের চলাচলের একমাত্র পথ হলো এটি এখানে ব্রিজ না থাকায় আমরা ২৮ টি খুটি সাথে ১৪ টি বড় বড় গাছ ঝুলিয়ে একটি সাঁকো তৈরি করেছি।এই সাঁকো দিয়ে ছোট পোলাপান, অসুস্থ মহিলা, এবং আমাদের কৃষি মালামাল নিয়ে যাতায়াত করতে পারিনা। তাই আমাদের প্রাণের দাবি এখানে একটা ব্রিজ হলে ২ হাজার মানুষের উপকার হবে।

৭ নং ওয়ার্ড এর ইউপি সদস্য জাফর মেম্বার বলেন
সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার ১৫/১৬ মাস আগে উপজেলা পরিষদে আবহাওয়া অফিসের পশ্চিম পাশের ওয়াবদার বেড়ির সাথে একটা ব্রিজ করার জন্য প্রস্তাবনা পাঠান। এখন সেই প্রস্তাবনার কি অবস্থা সেটা আমরা জানিনা।

মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক বলেন, আমাদের কাছে যদি এই ব্রিজ টির জন্য কোন লিখিত আবেদন আসে। তাহলে আমরা যত দ্রুত সম্ভব যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রেন করে ব্রিজটি করার চেষ্টা করবো

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট