মৌলভীবাজার জেলা প্রতিনিধি।। মণিপুরি ভাষাকে দেশের প্রেক্ষাপটে বাঁচিয়ে রাখা ও বিকশিত করার প্রয়াস হিসেবে মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি ভাষা উৎসব পালন করা হয়।
শনিবার (৫ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার আদমপুরের তেতইগাও রসিদ উদ্দিন উচ্চবিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত পরিবেশন করে জাতীয় পতাকা উত্তোলন করে উৎসবের উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে মণিপুরি ছেলে-মেয়েদের নিয়ে এক আনন্দ শোভাযাত্রা শেষে তেতইগাও রসিদ উদ্দিন উচ্চবিদ্যালয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরবর্তীতে সিলেট বিভাগের বিভিন্ন জায়গা থেকে আসা প্রায় অর্ধশতাধিক মণিপুরি শিক্ষার্থীদের অংশগ্রহণে মনিপুরি বর্ণমালায় পরীক্ষা হয়। পরীক্ষা শেষে নামাজের ও মধ্যাহ্ন বিরতির পর দুপুর আড়াইটায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় এবং বিকেল ৩টায় আলোচনা সভা হয়।
বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদ কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি ইবুংহাল শ্যামল সভাপতিত্বে ও অয়েকপম অঞ্জু ও নামব্রম শংকর সঞ্চালনায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ডি. এম. সাদিক আল শাফিন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদ সিলেট, সভাপতি এ কে শেরাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন রায়, তেতইগাঁও রসিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস বেগম,কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু।
বাংলাদেশ মণিপুরি সাহিত্য সলসদের সিলেট, সভাপতি কবি, লেখক ও গবেষক এ কে শেরাম সূচনা বক্তব্যে বলেন, মণিপুরি প্রজন্মের কাছে নিজস্ব বর্ণ, ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বাঁচিয়ে রাখতে গত ১৬ বছরের ধারাবাহিকতায় এবার ১৭তম মণিপুরি ভাষা উৎসব-২০২৫ পালন করা হচ্ছে।
বক্তব্য রাখেন পাঙাল সাহিত্য সংসদ, আদমপুর বাজার শাখার সভাপতি সাজ্জাদুল হক স্বপন, অতিথিবৃন্দের বক্তব্য শেষে পুরস্কার বিতরণ করা হয়।