মোঃআজাদ, ভোলা প্রতিনিধি,, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সাবেক স্থানীয় সরকার মন্ত্রী মরহুম নাজিউর রহমান মঞ্জুর ১৭ তম মৃত্যুবার্ষিকীতে যোগ দিয়ে পিতার রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চাইলেন বাংলাদেশ জাতীয় পার্টির বিজিবি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ।
রবিবার (৬ এপ্রিল ) বিকেলে ভোলা সদর উকিলপাড়া শান্তনিরে নাজিউর রহমানের ১৭ তম মৃত্যুবার্ষিকীতে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত বক্তব্যে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমার পিতা মরহুম নাজিউর রহমান মঞ্জুকে আমি অনেক কাছের থেকে দেখে উপলব্ধি করতে পেরেছে। আল্লাহ তাআলা মানুষকে ধন-সম্পত্তি আর সম্মান দিয়ে পৃথিবীতে পাঠায় জনগণের জন্য নিবেদিত হয়ে কাজ করার জন্য। আমি সন্তুষ্ট তিনি তা উপলব্ধি করতে পেরেছেন। এত মানুষের ভালোবাসা তার ছদগায়ে জারিয়া। তার কোন অহংকার ছিল না। আপনি বেঁচে নেই কিন্তু তারা আদর্শ ও রাজনৈতিক দর্শন আমাকে অনুপ্রাণিত করে। কালকে আমাদের দিন বাবার সাথে যদি দেখা হয় বলতে পারব বাবা পৃথিবীতে তোমার নাম রেখেছি।
গত ১৭ বছর রাজনীতিতে আমরা অনেক কষ্ট করেছি, আমি তো আমাদের একটি সুদিন আসার সম্ভাবনা রয়েছে। আমরা জেনে কেউ অহংকারী হয়ে না উঠি। পরে তুমি সকলের কাছে মরহুম নাজিউর রহমান মঞ্জুর রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন।
মিলাত ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, ও মরহুমের ছোট ছেলে ব্যারিষ্টার ওয়াশিকুর রহমান অঞ্জন, বিজেপি সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোঃ মোতাসিম বিল্লাহ, ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, আমিনুল ইসলাম খান। বাংলাদেশ জামায়াত ইসলামীর ভোলা জেলা শাখার নায়েবে আমি র অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, সেক্রেটারি মোঃ হারুন অর রশিদ, ইসলামী আন্দোলনের মাওলানা মোঃ আতাউর রহমান ও সেক্রেটারি মাওলানা মোঃ তরিকুল ইসলাম সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।