মনপুরা (উপজেলা)প্রতিনিধি।। ভোলার মনপুরায় বেড়িবাধেঁ অনিয়মের প্রতিবাদ করায় মনপুরা উপজেলা বিএনপির ছায়া তলে থাকা আওয়ামিলীগ সন্ত্রাসী গিয়াস উদ্দিন মিঝির হামলায় নিহত ছাত্রদল সাবেক সাধারন সম্পাদক রাসেদ এর বাবা-মায়ের খোঁজ-খবর ও কবর জিয়ারত করেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।
সোমবার (৭ এপ্রিল) দুপুর ১২টায় দক্ষিণ সাকুচিয়া রহমানপুর এলাকায় নিহত রাসেদ এর বাড়িতে গিয়ে তিনি পরিবারের খোঁজখবর ও সদস্যদের সান্ত্বনা দেন।
এ সময় রাসেদ এর পরিবারকে সান্ত্বনা দিয়ে যুবদলের সাধারণ সম্পাদক নয়ন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনাদের খোঁজখবর নেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন। আপনারা ভয় পাবেন না। আমরা আপনাদের পাশে আছি। রাসেদ এর হত্যাকাণ্ডের ঘটনায় অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে বিচারের দাবি জানান তিনি।
তিনি আরো বলেন,আমাদের নেতা জনাব তারেক রহমান। নেতা কর্মীদের সাথে নিয়ে দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দলোন করেছেন । দীর্ঘ সংগ্রাম করা নেতা কর্মী আহত বা নিহত হলে আমার নেতা খুব কষ্ট পান ।
এ সময় উপস্থিত ছিলেন-বিএনপি নেতা রফিকুল ইসলাম মিল্টন , জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদ এর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আব্দুল্লাহ,জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর সাবেক যুগ্ন সম্পাদক মোঃ ইউনুস আলী রাহুল,জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহমেদ, মনপুরা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ভোলা জেলা বিএনপি সদস্য ডাঃ কামাল উদ্দিন, উপজেলা বিএনপির সহ সভাপতি সিরাজ উদ্দিন পলবান ,উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আবদুল মন্নান হাওলাদার, উপজেলা যুবদলের আহব্বায়ক মোঃ মোঃ শামসুদ্দিন আহমেদ মোল্লা,সদস্য সচিব হাফেজ রহিম,যুগ্ন আহব্বায়ক মোঃ কামাল উদ্দিন,সেচ্ছাসেবক দলের আহব্বায়ক মিজানুর রহমান পলাশ,সদস্য সচিব হোসেন হাওলাদার,ছাত্রদলের আহব্বায়ক ইকরাম কবির,সদস্য সচিব সাহাদাতুল ইসলাম শাহিনসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য যে,গত ১৯ মার্চ দক্ষিণ সাকুচিয়া নুরউদ্দিন মার্কেট এর পূর্ব পাশে বেড়িবাধের কাজের অনিয়ম এর প্রতিবাদ করতে গিয়ে আওয়ামীলীর সদস্য গিয়াসউদ্দিন মিঝি সহ তার অনুসারিরা রাসেদ সহ ৪জনের উপর হামলা করে গুরুতর আহত করেন । পরে উন্নত চিকিৎসার জন্য রাসেদ কে ঢাকা নেওয়ার পথে মারা যান । পরে এ ঘটনায় জড়িত ৪ জন কে গ্রেপ্তার করে মনপুরা থানা পুলিশ।