ভোলা জেলা প্রতিনিধিঃ- বাংলাদেশের সকল জেলা উপজেলার মত ভোলা জেলায় খলিফা পট্টি জামে মসজিদের থেকে ভোলা নতুন বাজার ফিলিস্তিনে জায়ানবাদী ইসরায়েলে গনহত্যার প্রতিবাদে"মার্চ ফর প্যালেস্টাইন" মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়।
আজ সোমবার বাদ জোহর ৭ এপ্রিল ২৫ ইং ০২ টার সময় ভোলা জেলার হেফাজতে ইসলাম বাংলাদেশ এই প্রতিবাদ "মার্চ ফর প্যালেস্টাইন" আয়োজন করে।
এই প্রতিবাদ "মার্চ ফর প্যালেস্টাইন"এর আয়োজনকে সফল করতে ভোলা জেলার সকল স্কুল,কলেজ ও নার্সিং কলেজে স্টুডেন্টরা রাজপথে নেমে আসে। ভোলা শহরের খলিফা পট্টি জামে মসজিদ গেইট সহ বিভিন্ন পয়েন্টের রাস্তাগুলো মিছিল নিয়ে প্রদক্ষিণ করে। ভোলা রাজপথে হাজার হাজার শিক্ষার্থী ও জনতার একত্রে ধ্বনিতে ভারি হয়ে ওঠে
"লিল্লাহে তাকবীর" "আল্লাহু আকবার"
"গাজায় হামলা কেন? "জাতিসংঘ জবাব দে "
"ইসরাইলি পণ্য " "বয়কট বয়কট"
শহর প্রদক্ষিণ করে মিছিল নিয়ে নতুন বাজার মুক্তমঞ্চে প্রতিবাদ মূলক বক্তব্য অনুষ্ঠিত হয়।
ভোলা সমন্বয়ক ও বিভিন্ন দলের নেতা ও ইসলামি জোট নেতারা রাজপথে থাকার হুঁশিয়ারি জবাব দেয়।এবং ইজাইলি পণ্য বয়কট সহ বিক্রয় নিষেধাজ্ঞা জারি করে।