প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৫, ৫:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৮, ২০২৫, ৫:১৩ পি.এম
দক্ষিণবঙ্গের মধ্যে বিখ্যাত আমের রাজধানী খ্যাত যশোরের শার্শা উপজেলার বেলতলা আম বাজারে নামেই পরিচিত
শার্শা, যশোর, প্রতিনিধি,,,য শোরের শার্শা উপজেলার বিভিন্ন অঞ্চলে এ বছর আমের ফলন খুবই ভালো হয়েছে বলে জানান।
এ বিষয়ে চাষীদের মতামত জানতে চাইলে, মোঃ হাসান, ও মোঃ সালাম হাসান, তিনি জানান। গত বছরের তুলনায় এ বছরেও আমের ফলন খুবই বেশি হয়েছে।
চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এই অঞ্চলে আমের মুকুল এবং ফলন আগাম হয়েছে। যার কারণে আম দ্রুত বড় হয়েছে। এছাড়াও বর্তমান বাজারে গুটি আমের চাহিদা বেশি তাই তারা অনেক খুশি, আশা করি এবছরও ভালো লাভবান হব। আরো তিনি জানান, এবছরের প্রাকৃতিক আবহাওয়া ভালো থাকার কারণে আমের মুকুলে কোন ক্ষয়ক্ষতি হয়নি এজন্য আম ধরন খুবে ভালো হয়েছে।
তিনি আরো বলেন একটু বৃষ্টি হলে আরো আমের খুব ভালো উপকার পেতেন।
- মেসার্স মিম ট্রেডার্স এন্ড ফল ভান্ডারের প্রোপাইটর মোঃ ইমরান হোসেন হৃদয় জানান, গত বছরের তুলনায় এবছর আমের ফলন খুবই ভালো হয়। আমের দাম ভালো এবং মুকামে চাহিদাও বেশি হবে বলে জানান। তাই আশা করছি এ বছর আমাদের আড়ৎদারি ব্যবসা ভালো হবে।
বেলতলা আম ব্যবসায়ী সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জানান, বাজারে বেশ কিছু আড়তে গুটি আম বেচাকেনা শুরু হয়েছে। দিন যত বাড়বে তত আমদানি বৃদ্ধি পাবে। পাশাপাশি বাজারে আম বিক্রি করতে আসা চাষি ও বিভিন্ন মুকাম থেকে আম কিনতে আসা ব্যাপারীদের বিভিন্ন সুযোগ সুবিধা ও নিরাপত্তার ব্যবস্থা জোরদার আছে বলে জানান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত