রাজশাহী জেলা প্রতিনিধি,,,রাজশাহী বাগমারার হাটগাঙ্গোপাড়া বাজার এলাকায় হতে ২০০ লিটার চোলাই মদসহ সবিতা (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শ্রী উৎপল কুমার সরকার সহ সঙ্গীয় ফোর্স। সোমবার ৭ই এপ্রিল রাত টার দিকে তাকে মাদকসহ গ্রেপ্তার করা হয়। এই তথ্য নিশ্চিৎত করেছেন বাগমারা থানার হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ আবু সিদ্দিক।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শ্রী উৎপল কুমার সরকারের নেতৃত্বেএ এ,এসআই মান্নান সহ সঙ্গীয় ফোর্স নিয়ে হাটগাঙ্গোপাড়া বাজার এলাকা হতে ৭ই মার্চ সোমবার রাত ৮ টার সময় অভিযান চালান। এই সময় হাটগাঙ্গোপাড়া বাজার এলাকার ভূমি অফিসের পাশে হতে সবিতাকে ২০০লিটার চোলাই মদ বিক্রয়ের সময় তাকে হাতেনাতো গ্রেপ্তার করে । জানা যায় যে, মাদক ব্যবসায়ী সবিতা বেগম হাটগাঙ্গোপাড়া গ্রামের সরেস মন্ডলের মেয়ে।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী এলাকার দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত । তার বিরুদ্ধে বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করে কোটের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান ওসি তৌহিদুল ইসলাম। এছাড়াও তিনি আরও জানান,
এলাকায় মাদক নিয়ন্ত্রণে পুলিশি অভিযান অব্যহত রয়েছে।