নিজস্ব প্রতিনিধি,,,, ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আশা এক রোগীর মৃত্যু হয়েছে ডাক্তারের অবহেলায় বলে অভিযোগ উঠেছে ডা. নাইমুল হাসনাতের বিরুদ্ধে। পুলিশ ও জন সম্মুখে চিকিৎসককে মারধর করার ভিডিও রীতিমত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে ভোলা সদর হাসপাতালের প্রাঙ্গণে এই ঘটনাটি ঘটে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরের দিকে সদরের ধনিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ছোট আলগী গ্রামের মোঃ মাসুদুর রহমান নামে এক ব্যক্তি স্টোক করলে তাকে ভোলা ২৫০ শয্যা জেনাল হাসপাতালে নিয়ে আসেন। জরুরী বিভাগের দায়িত্ব থাকা চিকিৎসক ডা. নাইমুল হাসান চিকিৎসা সেবা না দিয়ে জুমার নামাজ পড়তে চলে যান।
পরে নামাজ শেষে হাসপাতালে এসে রোগীকে মৃত ঘোষণা করে বলে অভিযোগ স্বজনদের।
স্বজনরা জানান, চিকিৎসক রোগীকে সময়মতো চিকিৎসা দিলে মৃত্যু হতো না। ডাক্তারের অবহেলায় রোগীর মৃত্যু হয়েছে।
এক পর্যায়ে ডাক্তারকে ব্যাপক মারধর করেন উত্তর দিতে জনতা এবং রোগী সজনরা । খবর পেয়ে ভোলা মডেল থানার ওসির নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে ডাক্তারকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসেন।
এ বিষয়ে ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা: মোঃ শেখ সুফিয়ান রুস্তম জানান, ঘটনার পরে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করি এবং বিষয়টি গুরুত্বসহকারে দেখবো বলে জানান তিনি। যদি চিকিৎসকের অবহেলা প্রমাণিত হয় তবে এ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।