ছাতক প্রতিনিধিঃ হিউম্যানিটি অব সোশ্যাল ওয়েলফেয়ার-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ ১৬ এপ্রিল
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, কালারুকা ছাতক সুনামগঞ্জ,
এক বিশেষ জনকল্যাণমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি।
হিউম্যানিটি অব সোশ্যাল ওয়েলফেয়ার-এর সভাপতি হাফিজ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও পাবেল আহমেদ যৌত পরিচালনায়
অনুষ্ঠানের উদ্বোধন করেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক জনাব এম এইচ কামাল তিনি বলেন, “ছাত্র-ছাত্রীদের মাঝে সামাজিক দায়বদ্ধতা ও মানবসেবার চেতনা গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ।”
এই মহৎ উদ্যোগকে সফল করে তুলতে আর্থিকভাবে সহযোগিতা করেছেন হিউম্যানিটি অব সোশ্যাল ওয়েলফেয়ার-এর সদস্য ও হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক ছাত্রবৃন্দ — জাসিম ফারহান, আখতার হোসাইন, কুহিনূর ইসলাম এবং রেজওয়ানুল হক রাজিব।
অনুষ্ঠানে স্থানীয় মানুষ, শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আয়োজকগণ জানান, ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।