রাজশাহী জেলা প্রতিনিধি,,,,রাজশাহী জেলা পুলিশ লাইন্সের একটি ব্যারাকের শৌচাগারে মাসুদ রানা (৩৪) নামের এক কনস্টেবলের ঝুলন্ত উদ্ধার করা হয়েছে। রোববার (২০ এপ্রিল) সকালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। তিনি রাজশাহীর বাগমারা থানার যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, মাসুদ রানা সম্প্রতি চিকিৎসার জন্য বিভাগীয় পুলিশ হাসপাতালে আসেন এবং জেলা পুলিশ লাইন্সের একটি ব্যারাকে অবস্থান করছিলেন। রোববার সকাল বেলা ব্যারাকসংলগ্ন শৌচাগারে তাঁর মরদেহ ঝুলতে দেখে পুলিশের অন্য সদস্যরা বিষয়টি কর্তৃপক্ষকে জানান। মাসুদ রানার বাড়ি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার পাঁচশিশা গ্রামে। ২০১১ সালের ১৫ আগস্ট তিনি বাংলাদেশ পুলিশে যোগ দেন। ঘটনাস্থলটি রাজশাহী মহানগর পুলিশের রাজপাড়া থানার আওতায় হওয়ায় তদন্ত করছে ওই থানা পুলিশ।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, শৌচাগারের এক্সস্ট ফ্যানের গ্রিলের সঙ্গে নিজের পরনের প্যান্ট দিয়ে গলায় ফাঁস দেন মাসুদ। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তিনি আত্মহত্যা করেন। সুরতহাল প্রতিবেদন শেষে লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, মাসুদের পারিবারিক টানা পড়েন ছিল। স্ত্রীর সঙ্গে দ্বন্দ্বের কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।