1. janapadernews24@gmail.com : janapadernews24@gmail.com janapadernews24@gmail.com : janapadernews24@gmail.com janapadernews24@gmail.com
  2. info@www.janapadernews.online : দৈনিক জনপদের নিউজ :
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাওলানা আমিনুল হক নোমানী (রহ.) এর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে পরিবর্তনে যুব উন্নয়ন সংস্থার আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ‎ মিথ্যা চুরির অপবাদে ১৯ বছরের যুবকে হাতা-পা ভাঙ্গার অভিযোগ- বাপ/ছেলের বিরুদ্ধে! মনপুরার এতিমখানায় শিশুদের ভয় দেখিয়ে বাবার অস্তিত্ব অস্বীকার করতে বাধ্য করার অভিযোগ এলাকা বাসির ক্ষোভ ৫৩ লাখ টাকা হাতানো ‘জ্বিনের বাদশা’ অবশেষে র‍্যাব-৮ এর হাতে আটক বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধনিয়া ইউনিয়ন থেকে বিশাল মিছিল অনুষ্ঠিত। ভোলায় দরজা খুলেই বাবা দেখলেন ছেলের রক্তাক্ত মরদেহ নবজাতক কন্যা সন্তান পাওয়া গেছে ভোলা দৌলতখানে সময় টিভি সাংবাদিকদের উপর হামলার ঘটনায় ইসলামী ছাত্র আন্দোলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ আমাকে ভাড়াটে খুনি দিয়ে হত্যার চেষ্টা চলছে” ভোলায় নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করলেন ব্যবসায়ী

মুরাদনগরের ৭ হাজার কৃষকের মাঝে আউশ ধানের উন্নত জাতের বীজ ও রাসায়নিক সার বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কৃষি উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে দেশের প্রতিটি অঞ্চলে সরকার বিভিন্ন প্রণোদনা কর্মসূচি গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় কুমিল্লার মুরাদনগর উপজেলায় কৃষকদের কৃষি উৎপাদনে উদ্বুদ্ধ করতে ও তাদের উৎপাদন খরচ কমাতে ২০২৪-২৫ অর্থবছরের খরিপ-১ মৌসুমে বিনামূল্যে আউশ ধানের উন্নত জাতের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে মুরাদনগর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলার ২২টি ইউনিয়নের ৭ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে এই বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রণোদনা কর্মসূচির আওতায় প্রতিটি কৃষককে ১ বিঘা জমিতে আউশ ধানের চাষাবাদের জন্য ৫ কেজি উচ্চ ফলনশীল জাতের ধানবীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

বীজ ও সার বিতরণ কার্যক্রম উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খাঁন পাপ্পু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, শিক্ষক ও সাংবাদিক বেলাল উদ্দিন আহাম্মদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষক প্রতিনিধিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষিখাতে যেভাবে প্রণোদনা দিয়ে কৃষকদের পাশে দাঁড়িয়েছে, তা কৃষি নির্ভর অর্থনীতির জন্য অত্যন্ত ইতিবাচক। বিশেষ করে আউশ মৌসুমে এই ধরনের সহায়তা কৃষকদের আস্থা বাড়াবে এবং ফলনের পরিমাণ বৃদ্ধি পাবে। বক্তারা আরও বলেন, কৃষকরা যদি সরকারি নির্দেশনা অনুযায়ী আধুনিক পদ্ধতিতে আবাদ করে এবং যথাযথ পরিচর্যা করে, তবে চলতি মৌসুমে আউশ ধানের ভালো ফলন পাওয়া সম্ভব।

উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খাঁন পাপ্পু জানান, এ ধরনের প্রণোদনার মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের উৎসাহ দেওয়া এবং আউশ মৌসুমে ফসলের উৎপাদন বাড়ানো। তিনি বলেন, কৃষকদের মধ্যে যারা প্রকৃত চাষি এবং সরকারের দেওয়া নির্দেশনা অনুযায়ী চাষাবাদ করে থাকেন, তারাই এই সহায়তার জন্য বাছাই করা হয়েছে।

এ সময় স্থানীয় কৃষকরাও সরকারের এই সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং বলেন, বর্তমান সময়ে কৃষি উপকরণের দাম যেভাবে বেড়েছে, সেখানে এই প্রণোদনা তাদের অনেকটাই স্বস্তি এনে দেবে। তারা জানান, এই বীজ ও সার ব্যবহারের মাধ্যমে তারা আশা করছেন ভালো ফলন হবে এবং পরিবারে আর্থিক স্বচ্ছলতা আসবে।

শেষে অতিথিরা বীজ ও সার বিতরণ কার্যক্রম ঘুরে দেখেন এবং কৃষকদের সঙ্গে কথা বলেন। তারা কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতির বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান।

সরকারি এই সহায়তা কৃষকদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে, যা মুরাদনগরের কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট