জনপদের নিউজঃ ভোলার লালমোহন ১ নং ইউনিয়নের আশ্রাফ নগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ২৪-এর গণঅভ্যুত্থানের আহত যোদ্ধা মোঃ নুরে আলমকে শারীরিক ভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সেক্রেটারি এবং আশ্রাফ নগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান কামরুল এর বিরুদ্ধে।
তার বিরুদ্ধে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সেক্রেটারির ক্ষমতা দেখিয়ে শিক্ষক বাণিজ্যসহ প্রতিষ্ঠানের সকল অর্থ আত্মসাৎ সহ রাষ্ট্রীয় আদেশ অমান্য করে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ ভাগিয়ে নেওয়া সহ বিভিন্ন গুরুতর অপরাধের সাথে জড়িত থাকার একাধিক অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার পরিপ্রেক্ষিতে জানা যায় আশ্রাফ নগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নুরে আলম বিগত ২০২৪ সালের সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বকেয়া বেতন না পাওয়ায়। উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক'কে জানালে তিনি বিষয়টি গুরুত্ব না দিয়ে দীর্ঘদিন যাবত তাকে হয়রানি করতেছিলেন।
হয়রানির একপর্যায়ে বেতনের বিষয়ের সুরাহা করার জন্য জোড়ালো ভাবে চাপ প্রয়োগ করলে প্রধান শিক্ষক তাকে অখ্যাত ভাষায় গালমন্দ ও শারীরিক ভাবে লাঞ্ছিত করেন।
অভিযুক্ত প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান কামরুল এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি গালমন্দ ও লাঞ্ছিত করার বিষয়টি অস্বীকার করেন উল্টো প্রতিবেদককে বিভ্রান্তিকর তথ্য প্রধান করেন এবং উক্ত প্রতিষ্ঠানে চা খাওয়ার দাওয়াত দিয়ে প্রতিবেদকে ম্যানেজ করা চেষ্টা চালান।
সহকারী শিক্ষক নুরে আমলকে লাঞ্ছিত করার বিষয়টির সম্পর্কে জানতে চাইলে জেলা শিক্ষা কর্মকর্তার খন্দকার ফজলে গোফরান এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনাটির মৌখিক অভিযোগ পেয়েছেন বলে জানান তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।