জনপদের নিউজঃ ভোলা তজুমুদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের কাজী কান্দি গ্রামের অজিউল্লাহ মেম্বারের দরজা থেকে আলতাফুর রহমানের বাড়ি পর্যন্ত এই রাস্তাটি রয়েছে চরম ঝুঁকিতে। সামান্য বৃষ্টিতেই তলিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে প্রায় ৪,০০০ মানুষের যাতায়াতের এই পথ।
সংস্কারের দাবি এলাকাবাসীর।
অন্যদিকে বিকল্প পথের ব্যবস্থা রাখছেন বলে জানিয়েছেন ফারুক কেশিয়ারের ছেলে রামিম।
উক্ত বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন এলাকাবাসী। ঘটনা সত্য প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ইউএনও শুভ দেবনাথ।
তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে প্রতিবেদন প্রস্তুত করেছেন দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী আল-আমিন।