জনপদের নিউজ৷৷৷ ভোলাই শফিউল আলম শফি (৪৯)নামে এক মাদক মামলার আসামির মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ওই আসামীর মৃত্যু নিশ্চিত করেন।
জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইরফান মাহমুদ গণমাধ্যম কে জানান সকাল ১০টা ২০ মিনিটের দিকে কারাগার থেকে ওই আসামিকে হাসপাতালে নিয়ে আসা হলে তার পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হওয়া যায় হাসপাতালের আনার আগেই আসামীর মৃত্যু হয়েছে।
মৃত শফিউল আলম শফি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার লক্ষীপুর গ্রামের মৃত আজিজের ছেলে।
কারাগার কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের পাইলট বাজার এলাকা থেকে ববিউল আলম বাদশা ও শফিউল আলম শফি কে ৩ কেজী গাঁজা সহ আটক করে ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ডিবির একটি টিম। পরে আদালতের মাধ্যমে গতকাল বিকেলে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়।
ভোলা জেল সুপার মো. শওকত হোসেন জানান, সকালের দিকে শফিউল আলম শফি নামে কয়েদির বুকে ব্যথা হলে তাকে কারাগারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে সদর হাসপাতালে নেওয়া হয়।