মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। বুধবার (৩০ এপ্রিল) “মুরাদনগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন” ও সাধারণ জনতার ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, উপদেষ্টা আসিফ মাহমুদ ক্ষমতার অপব্যবহার করে পুলিশের মাধ্যমে সাধারণ মানুষের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা ও গ্রেপ্তার পরিচালনা করছেন। তার বিরুদ্ধে বিভিন্ন সংবাদমাধ্যমে দুর্নীতির একাধিক অভিযোগও প্রকাশিত হয়েছে। আন্দোলনকারীরা দাবি করেন, তিনি আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের পুনর্বাসন কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। এমনকি তার বাবা বিল্লাল হোসেন এবং চাচাতো ভাই ওবায়েদ উল্লাহর বিরুদ্ধেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে সুযোগ নেওয়ার অভিযোগ ওঠেছে।
বিক্ষোভ চলাকালীন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান শিক্ষার্থীদের কাছ থেকে ব্যানার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। গণমাধ্যমকে তিনি জানান, “নাম ব্যবহার করে বিক্ষোভ মিছিল করা যাবে না।” ওসির এমন আচরণের প্রতিবাদে শিক্ষার্থীরা “ভুয়া ভুয়া” স্লোগান দেন এবং উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা।
উল্লেখ্য, সম্প্রতি উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার নামে একটি ঠিকাদারি লাইসেন্স নেওয়া এবং সরকারি সুবিধা গ্রহণের চেষ্টার বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। এ নিয়ে সমালোচনার মুখে তিনি নিজেই বিষয়টি স্বীকার করে ক্ষমা চান এবং পরবর্তীতে তার বাবার লাইসেন্স বাতিল করা হয়। এছাড়া স্থানীয় রাজনৈতিক মহলে অভিযোগ উঠেছে, তিনি তার পদ ব্যবহার করে দলীয় প্রতিপক্ষকে কোণঠাসা করছেন এবং প্রশাসনকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছেন।
বিক্ষোভকারীরা বলেন, প্রশাসনের হস্তক্ষেপেও তারা দমে যাবে না। তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।