জনপদে নিউজ৷৷৷ ভোলায় সাত দিনের ব্যবধানে ফের বাস শ্রমিক ও সিএনজি চালকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনার পর বাস শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছেন।
এদিকে বাস শ্রমিক ও সিএনজি ড্রাইভারদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সন্ধ্যার পর থেকে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড থেকে কোন বাস ছাড়তে দেওয়া হয়নি। বিক্ষুব্ধ বাস মালিক শ্রমিকরা ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ করে রাখে। বর্তমানে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে, যে কোন সময় বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান জানান, সিএনজি চালকরা এক হয়ে বাস চালক জাকির হোসেনকে মারধর করে। এই ঘটনার প্রতিবাদে বাস শ্রমিকরা মহাসড়কে সিএনজি চলাচল নিষিদ্ধের দাবিতে ধর্মঘট ডাক দেন।