1. janapadernews24@gmail.com : janapadernews24@gmail.com janapadernews24@gmail.com : janapadernews24@gmail.com janapadernews24@gmail.com
  2. info@www.janapadernews.online : দৈনিক জনপদের নিউজ :
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৯:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলার চরফ্যাশনে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ৬ টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ। জুলাই সনদ অবিলম্বে পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে ভোলা জেলায় বাংলাদেশ খেলাফত মজলিসের মানববন্ধন কর্মসূচি পালিত।। যুগ্ন আহবায়ক তরিকুল ইসলাম কায়েদ কে ফুল দিয়ে বরণ করেন নেতাকর্মীরা। শিশু তামিম থ্যালাসেমিয়া রো‌গে আক্রান্ত চিকিৎসার দায়ীত্ব নি‌লেন ‌ভোলার পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা । ভোলায় আলোচিত মিম হ-ত্যা মামলার আসামি রাকিব গ্রেফতার। ভোলায় শারদীয় দুর্গাপূজা ঘিরে উপকূলীয় অঞ্চলে কোস্ট গার্ড দক্ষিণ জোন এর কড়া নিরাপত্তা । ভোলায় সবুজ বাংলা সোসাইটির সামাজিক যাত্রা ও ভাবনা। ভোলার লালমোহনে শারদীয় উৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ। রাজশাহীর মোহনপুর উপজেলার কাজী ভাতুড়িয়া গ্রামে ১জন মহিলা সহ ৬ জন মাদকসম্রাট,প্রকাশ্যে চলছে রমরমা মাদকের ব্যবসা অসহায় ব্যক্তির চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়াল আলগী যুবশক্তি ফাউন্ডেশন

মনপুরায় অসহায় পরিবারের জমি দখলের মিশনে মানবাধিকার সেক্রেটারি তামজিদ।

মোহাম্মদ মেহেদী হাসান
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে

 

মনপুরা উপজেলা প্রতিনিধি.. ভূমি আইন পাস “দলিল যার জমি তার” তা উপেক্ষা করে ক্ষমতার দাপটে মনপুরা উপজেলার ১ নং মনপুরা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড এর অসহায় পরিবারের এওয়াজ বদল কৃত ও পৈত্রিক শত বছরের ভোগদখলীয় জমি দখলের পায়তারা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে প্রভাবশালী মানবাধিকার সেক্রেটারি তামজিদ হোসেন সাদ্দাম এর বিরুদ্ধে।

মঙ্গলবার সরজমিনে গিয়ে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, মনপুরা উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এর কাউয়ারটেক গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে মোঃ মাবুবুল হক (৮৫) এর জে-এল নং ৫৯ কুলাগাজী এসএ নং ৩৪৯৭খতিয়ানের এসএ ৪৫৪ ও ২৪১ নং দাগে এওয়াজ বদল ও পৈত্রিক সুত্রে ৩৮ শতাংশ জমির মালিক হয়ে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছে। উক্ত জমি একের পর এক বিভিন্ন ফন্দি করে ক্ষমতার দাপটে জোরপূর্বক দখলের পায়তারা চালায় ওই এলাকার প্রভাবশালী ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ অর্গানাইজেশন এর সেক্রেটারি তামজিদ হোসেন সাদ্দাম।

এ ব্যাপারে ভুক্তভোগী মাহবুবুল হক জানান, আমার বাড়ির পিছনে বাগান। বাগান এবং বাড়ির একই দাগের দুই জনের জমি, এই দাগের ১ নং মালিক আমি অন্য আরেক মালিক সপন চন্দ্রদাস। আমার বাড়ির সাথে স্বপন চন্দ্র দাস এর জমি টি থাকার কারনে আমি আমার অন্য একটি জমি স্বপন কে দিয়ে অতপর আমি সপন চন্দ্রদাস এর কাছ থেকে ৪ শতাংশ জমি এওয়াজ বদল করে নেই, এর পর জোর করে তামজিদ হোসেন সাদ্দাম আমার এয়াজবদল করে নেওয়া জায়গায় একটি ঘড় উত্তলন করে। এর পর আমি স্থানিয় লোকমান মেম্বার, রাজিব চৌধুরী কে জানাই এরপর তারা এসে তামজিদ কে ঘড় করার জন্য বাঁধা প্রধান করে।স্থানীয় মেম্বার এবং প্রভাবশালী দের কথা উপেক্ষা করে তামজিদ আমার এওয়াজ বদলের জায়গায় ঘর উত্তলন করে।
তিনি আরো বলেন, এই তামজিদ হোসেন সাদ্দাম মনপুরা ইসলামি ব্যাংক হাজীরহাট শাখার একজন কর্মরত অফিসার এবং ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ অর্গানাইজেশন এর সেক্রেটারি। তামজিদ কে নিয়ে এলাকার প্রভাবশালী’রা এলাকায় একাধিকবার বৈঠক করে এবং তাদের রায় তামজিদ মানেননা। এছাড়া আইন কানুনকে তোয়াক্কা করে না সে । তামজিদ হোসেন সাদ্দাম আজ মঙ্গলবার ২৬ তারিখ আমার এওয়াজ বদল কৃত সম্পত্তিতে আবারো জোরকরে মাটি ফালায় । মাটি ফালায় তে বাঁধা দিলে ওই ভূমিদস্যু তামজিদ হোসেন সাদ্দাম এর হুমকির মুখে অসহায় পরিবারের সকল সদস্য। সদস্যদেরকে নিয়ে আতঙ্কে রয়েছি বলে জানান ভুক্তভোগী মাহবুবুল হক । আমি আমার এওয়াজবদল কৃত, দলিলকৃত ও পৈত্রিক ভোগদখলীয় জমি দখল মুক্ত রাখার দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি।

তামজিদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি যে জায়গায় আছি তার কোন কাগজ না থাকলেও যেহেতু আমার ঘরের সামনের জমি তাই আমি অস্থায়ী ঘর নির্মাণ করছি।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট