জনপদের নিউজ,,,,, বর্ণাঢ্য নানা আয়োজনে “বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস“ পালন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা সদর ইউনিট। যুদ্ধহীন মানবিক পৃথিবী প্রতিষ্ঠা বিশ্বব্যাপী রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের ৭টি মূলনীতি ও মানব সেবামূলক কার্যকর্মের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ বছর দিবসটি পালিত হয়।
১৮২৮ সালে ৮ই মে রেড ক্রস এর প্রতিষ্ঠাতা জীন হেনরী ডুনান্ড সুইজারল্যান্ডের জেনেভা শহরে জন্মগ্রহণ করেন। মহান এই ব্যক্তিকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে প্রতিবছর তার জন্মদিনটিকে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস হিসেবে সারা বিশ্বে উদযাপন করা হয়।
বৃহস্পতিবার (৮ মে) সকালে ভোলা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইউনিট কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে ইউনিট কার্যালয়ের হল রুমে এটা আলোচনা সভার আয়োজন করা হয়। ভোলা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন ইউনিট লেভেল অফিসার মাহবুবুর রহমান মিলন। এছাড়াও বক্তব্য রাখেন উপ যুব প্রধান রহমান মিম, আব্দুল্লাহ নোমান সহ আর অনেকে।
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
রেড ক্রিসেন্ট ইউনিট কর্তৃপক্ষ জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে তারা তরুণ প্রজন্মকে মানবিক কাজে উদ্বুদ্ধ করতে চান। সমাজে সহমর্মিতা ও সেবার মানসিকতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এই সংগঠন।