মনপুরা উপজেলা প্রতিনিধি। ভোলা জেলা মনপুরা উপজেলা ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এর বাসিন্দা নেছার উদ্দিন (৩৫) নামে এক পথচারীকপ মারধর করে ১৪ হাজার ৫ শত টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ৯ টার দিকে মনপুরা উপজেলার মাষ্টার হাট মসজিদে'র সামনে এ ঘটনা ঘটে।
আহত পথচারী নেছার উদ্দিন মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইমারজেন্সি তে এসে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে যান ।
নেছার উদ্দিন জানান , আমি মনপুরা উপজেলার ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এর মাস্টার হাট এলাকার বাসিন্দা। আমি বুধবার বিকেলে একটি গরুর বাছুর কেনার জন্য টাকা নিয়ে বাংলাবাজার যাই । এর পর আমার সাথে গরুর দামে না মিললে আমি টাকা নিয়ে বাড়িতে রওনা হই।এর পর রাত সাড়ে ৯ টার দিকে বাংলাবাজার থেকে টাকা নিয়ে বাড়ি ফিরার সময় । পথিমধ্যে ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এর মাস্টার হাট মসজিদের সামনে অন্ধকারে পৌঁছালে ৩ নং ওয়ার্ড এর বাসিন্দা মৃত সেকান্তর এর ছেলে মো: মহিউদ্দিন এবং ২ নং ওয়ার্ড এর বাসিন্দা মৃত ঔদদ আলী' র ছেলে আনোয়ার এর ছিনতাই এর খপ্পড়ে পরি । আমাকে মহিউদ্দিন ও আনোয়ার মারপিট ও মাথায় আঘাত করলে আমি মাটিতে লুটিয়ে পড়ি ।
এর পর তারা আমার পকেটে হাত দিয়ে টাকা নিতে গেলে আমি পকেট হাত দিয়ে চেপে ধরি এর পর তারা আমার হাতে কামর দিয়ে টাকা নিয়ে পালিয়ে যায়।এর পর আমি চিৎকার দিলে আমার চিৎকার শুনে গ্রামবাসীরা এসে আমাকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন ।
ছিনতাই এর ব্যাপারে মহিউদ্দিন বলেন। নেছার কিছুদিন আগে আমার বোনকে মারধর করে। এখন আমার বোন ভোলা হাসপাতালে চিকিৎসা দিন অবস্থায় আছে। বুধবারে মাষ্টার হাট বাজারে নেছার এর সাথে আমার কথা কাটাকাটি হয় এর পর নেছার আমাকে প্রথমে থাপ্পড় দেয় এর পর আমি নেছার কে মারধর করি। তিনি আরো বলেন আমি নেছার এর কোন টাকা নেই নাই।
মনপুরা থানার অফিসার ইনচার্জ আহসান কবির জানান,ছিনতাই এর ব্যাপারে আমাদের কাছে এম কোন অভিযোগ আসেনি। মামলা পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।