নিজস্ব প্রতিনিধি।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা ইউনিটের উদ্যাগে ভোলায় গরিব-অসহায় মানুষের মাঝে কোরবানির মাংস বিতরন করা হয়েছে।
রবিবার (৮ জুন) সকালে ভোলা জেলা পরিষদ মিলনায়তনের সামনে দেড় কেজি করে অসহায় মানুষের মাঝে এই মাংস বিতরন করা হয়।
এসময় ভোলা রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী অধ্যক্ষ খালেদা খানম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই মাংস বিতরন করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা ইউনিটের সদস্য রাহিম ইসলাম, ইউনিট লেভেল অফিসার মাহাবুবর রহমান মিলন, যুব প্রধান সাদ্দাম হোসেন, উপ-যুব প্রধান রহমান মিম,স্বেচ্ছাসেবক সাহিদ হোসেন দিপু,এনায়েত সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
এসময় রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা ইউনিট জানান,ঈদুল আজহায় সমাজের বিত্তবানরা কোরবানি দিতে পারলেও গরিব মানুষের সে ক্ষমতা হয়ে উঠে না। তারা প্রতিবছর দুই বেলা মাংস ভাত খাওয়ার জন্য এ বিশেষ দিনটির জন্য অপেক্ষা করে। আর এসব অসহায় মানুষের কথা চিন্তা করে এগিয়ে এসেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা ইউনিট । এসময় ৯৫ টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে দেড় কেজি করে মাংস তুলে দেয় রেড ক্রিসেন্ট ভোলা ইউনিট।
ম