নিজস্ব প্রতিনিধি।
ইরাকের বাগদাদে একটি জেনারেটর কোম্পানির গ্যাসের পাইপ লিকেজ হয়ে আগুন লেগে পুড়ে নিহত মোহাম্মদ আলীর পরিবারে চলছে শোকের মাতম।
প্রিয়জনকে হারিয়ে দিশেহারা তার পরিবারের সদস্যরা।
ভোলার সদর উপজেলার চেউয়াখালি গ্রামে আলী বাড়িতে চলছে শোকের মাতম।
আলী ছিল তাদের পরিবারে একমাত্র আয়ের উৎস। তার মৃত্যুতে অনিশ্চিত হয়ে পড়েছে পুরো পরিবারের ভবিষৎ।
বাপ্তা চেউয়াখালি গ্রামের মসজিদের হুজুর বাবা সালেহ আহম্মেদ ও মা নাজমা বেগম বেগমের ৭ ছেলে-মেয়ের মধ্যে আলী ছিলো বড় ছেলে।
তার এ অকাল মৃত্যুতে শোকে পাথর হয়ে গেছে গোটা পরিবার। পরিবারের একমাত্র চালিকা শক্তিকে হারিয়ে সবাই এখন দিশেহারা হয়ে পড়েছে। ৭ মাস আগে বাড়ীতে এসে বাড়ী তৈরির কাজ ধরে ছিলো আলী। সেই কাজ শেষ করার আগেই মারা যায়।
বৃহস্পতিবার সকালে আলীর গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, নিহতের মা ও ভাই আহাজারি করছেন। এ পরিবারের অন্য সদস্যরাও শোকাহত। আলী নিহত হওয়ার খবরে তার বাড়িতে এসে ভিড় করেছেন পাড়া-প্রতিবেশীরা।
ইরাক প্রবাসী মোহাম্মদ আলী ইরাকের হরিয়াতে জেনারেটরে কর্মরত ছিলেন।গত শনিবার জেনারেটারে গ্যাস নেওয়ার সময় পাইপ বিস্ফোরণ হলে শরীরের ৯৮% পুড়ে যায়।গত বুধবার চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।