স্টাফ রিপোর্টারঃ ঘুষ ছাড়া মিলছে না দৌলতখান ভূমি অফিসের সেবা—এমন অভিযোগ উঠেছে স্থানীয় সেবাপ্রত্যাশীদের পক্ষ থেকে।
ভুক্তভোগীদের দাবি, ভূমি অফিসের অফিস সহকারী আব্দুল খালেক নিয়মিত ঘুষ দাবি করেন। সেবা পেতে গেলে তাকে ঘুষ দিতে বাধ্য করা হচ্ছে। ঘুষ না দিলে দিনের পর দিন ঘুরিয়েও দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। অনেকেই নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, দীর্ঘদিন ধরে অফিস সহকারী আব্দুল খালেক বিভিন্ন কাগজপত্রের কাজের জন্য উৎকোচ নিচ্ছেন।
এ বিষয়ে প্রয়োজনীয় তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।