ভোলা প্রতিনিধি৷৷৷
বাংলাদেশ জাতীয় যুব সংহতির ভোলা পৌরসভা শাখার ৫নং ওয়ার্ডের সম্মেলন আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
২৭ জুন (শুক্রবার) সন্ধ্যায় হোমিও কলেজ মোড় সংলগ্ন এলাকায় এ সম্মেলন ও নতুন কমিটি গঠন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন আব্দুল্লাহ হাই সিকদার এবং যৌথভাবে সঞ্চালনা করেন মাহিদুর রহমান শুভ ও মো. হানিফ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ভোলা জেলা শাখার সভাপতি আমিরুল ইসলাম রতন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা যুব সংহতির আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী টিটু, সদস্য সচিব আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন, আবু তাহের, আলাউদ্দিন বাবুল, ইয়াসিন আরাফাত বাবু, মীর শাওন, মো. হোসেন সিকদার
যুব সংহতির সম্মানিত সদস্য হিসেবে উপস্থিত ছিলেন, ইসমাইল হোসেন আরিফ, সুধাংশু শিখর, পলাশ মাতাব্বর।
এছাড়াও পৌর যুব সংহতির আহ্বায়ক মাহিদুর রহমান শুভ এবং সদস্য মো. দুলাল, মো. সোহেল, মো. সিরাজ, রুবেল, মিজান, রবিউল ইসলাম রবু, মো. হানিফ, জাকির, আকবর পাভেল ও অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থই ভোলার প্রকৃত প্রতিনিধি। তাঁর নেতৃত্ব ছাড়া ভোলার উন্নয়ন বা দীর্ঘদিনের সমস্যা সমাধান সম্ভব নয়। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ (সদর) আসন থেকে তাঁকে নির্বাচিত করাই আমাদের প্রধান লক্ষ্য।
আরে বলেন যুব সমাজকে ঐক্যবদ্ধ রেখে দেশপ্রেম, নৈতিকতা ও আদর্শিক রাজনীতির মাধ্যমে একটি শক্তিশালী নেতৃত্ব গড়ে তোলার বিকল্প নেই।
অনুষ্ঠান শেষে ৫নং ওয়ার্ডের বাংলাদেশ জাতীয় যুব সংহতির নতুন ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয় সম্মেলনে।