স্টাফ রিপোর্টার:
সম্প্রতি ভোলা শহরের ধনিয়া তুলাতুলি ১ নং ওয়ার্ডের খেয়াঘাট স্থানে আবু কালাম ভুট্টু নামের একজনকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে ইসমাইল, হোসেন, মুছা সহ অন্তত ১৫ জনের বিরুদ্ধে। গত ২৬ জুন দুপুর আনুমানিক সাড়ে ১২ টার দিকে এ হামলা চালানো হয় বলে জানান ভুক্তভোগী আবু কালাম ভুট্টুর পরিবারের লোকজন।
হামলার শিকার আবু কালাম ভুট্টু গণমাধ্যমকে জানান, ৫ মাস আগে আমার কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি করে়ছিল। বিষয়টি তাৎক্ষণিক আমি এলাকার ময়মুরুব্বিদের জানালে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে আবারও টাকা অঙ্ক কমিয়ে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। একপর্যায়ে চাঁদার টাকা আমি দিতে অস্বীকার করলে তারা সংঘবদ্ধ হয়ে গত ২৬ জুন (বৃহস্পতিবার) ধনিয়া তুলাতুলি খেয়াঘাট আবু কালাম ভুট্টুকে বেধড়ক মারধর করেন। পড়ে আমার স্ত্রীর ডাক চিৎকার করলে স্থানীয় লোকজন এসে জড়ো হন পড়ে তারা পালিয়ে যান এবং আমাকে বাজারের লোকজন প্রাথমিক চিকিৎসা দিয়ে তাৎক্ষণিক ভোলা সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠিয়ে ভর্তি করান।
আবু কালাম ভুট্টুর স্ত্রী রাবেয়া বেগম জানান, আমরা কার্ডের চাউল আনতে আমার স্বামীর সঙ্গে মাঝেরচর যাওয়ার উদ্দেশ্য রওনা দেই। হঠাৎ ইসমাইল, মুছা, হোসেন এরা সন্ত্রাসী কায়দায় লোহার রোড দিয়ে হামলা করেন। আমি আমার স্বামীকে অন্যায় ভাবে মারধর করার জন্য পুলিশ প্রশাসনের কাছে উপযুক্ত বিচার চাই। মামলার প্রস্তুতি চলমান রয়েছে বলে জানান আহত আবু কালাম ভুট্টুর পরিবার'সহ আত্মীয় স্বজন।
আবু কালাম ভুট্টুর ওপর হামলা করার বিষয়টির সম্পর্কে বশির মাঝি মারধরের ঘটনা শিকার করে বলেন, বিষয়টি আমি শুনার পর দুঃখ প্রকাশ করতেছি এবং উক্ত বিষয়টি স্থানীয় ভাবে বসে সমাধান করা হবে বলে ও আশ্বস্ত করেন।