ভোলার লালমোহনের ইসলামপুর বাজারসংলগ্ন এলাকায় নতুন মাছ ঘাট চালু হয়েছে। ঘাটটি চালু হওয়ার পর থেকেই স্থানীয় জেলেদের মাছ বিক্রি এবং কেনাবেচার জন্য এটি গুরুত্বপূর্ণ হাটবাজারে পরিণত হয়েছে। প্রতিদিন এই ঘাটে ইলিশ, চিংড়ি, পাঙ্গাস, রুই, কাতলাসহ নানা ধরনের নদী ও সামুদ্রিক মাছ ওঠে, যা স্থানীয় বাজার ছাড়াও দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়।
তবে নতুন এই মাছ ঘাটে যোগাযোগের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিয়েছে। জোয়ারের সময় ঘাটের সঙ্গে মূল বাজার এবং গ্রামীণ সড়কের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, ফলে ব্যবসায়ী ও জেলেরা সমস্যায় পড়েন। পানির তোড়ে রাস্তার কিছু অংশ ভেঙে গেছে, এবং এতে মাছ পরিবহন ব্যাহত হচ্ছে।
এই সমস্যা সমাধানে ঘাটের সভাপতি মোঃ শাহ আলম নিজ উদ্যোগে কাজ শুরু করেছেন। তার তত্ত্বাবধানে স্থানীয় লোকজন মিলে রাস্তা মেরামতের কাজ করছে। অস্থায়ীভাবে বাঁশ, কাঠ এবং ইট দিয়ে রাস্তা পুনঃসংযোগের ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে মাছ ব্যবসা স্বাভাবিক রাখা যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, “এই ঘাটটি চালু হওয়ার পর থেকে অনেকেই মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। রাস্তার এই সমস্যার দ্রুত সমাধান হলে ঘাটটি আরও বড় পরিসরে কার্যকর হবে।”
মাছের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় বাজারে কিছুটা স্থিতিশীলতা এসেছে, এবং ব্যবসায়ীরা আশা করছেন, এই ঘাট থেকে ভবিষ্যতে বড় পরিসরে মাছ রপ্তানি করা যাবে। তাই ঘাটের স্থায়ী উন্নয়নের দাবিও তুলেছেন স্থানীয় জনগণ।