মোঃ মহিন,, নিজস্ব প্রতিনিধি
বাংলাদেশ জাতীয় যুব সংহতি (বিজেপি) ভোলা জেলা শাখার উদ্যোগে ৬নং ধনিয়া ইউনিয়ন কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) বিকেল ৪টায় ধনিয়া গুলি ইস্কুল ভবনে এ সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোঃ হেলাল উদ্দিন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিজেপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মনিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তা যুব সংহতি ভোলা জেলা আহ্বায়ক নুরে আলম সিদ্দিকি টিটু, সদস্য সচিব আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, আবু তাহের, হোসেন সিকদার, এবং পৌর যুব সংহতি আহ্বায়ক মাহিদুর রহমান শুভ, সদস্য ইসমাইল হোসেন আরিফ সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ-কে ভোলা-১ আসনে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
প্রধান অতিথির বক্তব্য এডভোকেট মনিরুল ইসলাম বলেন ভোলার উন্নয়ন এবং সমস্যা সমাধানে আন্দালিব রহমান পার্থর বিকল্প নেই ।
সভা শেষে জাতীয় যুব সংহতির ধনিয়া ইউনিয়ন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে মোঃ তরিকুল ইসলাম রুবেল এবং অন্যতম সদস্য খলিলুর রহমান রুবেল কমিটি ঘোষণা করে আয়োজনের সমাপ্তি ঘোষনা করা হয় ।